Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Viral video

রাস্তায় লাফিয়ে বেড়াচ্ছে শয়ে শয়ে মাছ, ব্যাগে পুরতে ব্যস্ত মানুষ!

বিনা পয়সায় এমন জ্যান্ত মাছ কুড়াতেহুড়োহুড়ির চোটে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ফজলগঞ্জ ও আরমাপুর থানার বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

রাস্তায় শয়ে শয়ে মাছ। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাস্তায় শয়ে শয়ে মাছ। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
কানপুর শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১১:৫০
Share: Save:

সকাল সকাল কানপুরের মানুষের সামনে মেঘ না চাইতেই যেন ঝেঁপে বৃষ্টি। মঙ্গলবার কানপুরে মানুষ সকালে কাজে, বাজারে বেরিয়ে দেখেন রাস্তায় শয়ে শয়ে জ্যান্ত মাছ লাফিয়ে বেড়াচ্ছে। এমন সুযোগের সদ্ব্যবহার করতে একটুও দেরি করেননি তাঁরা। চটপট সেগুলি ব্যাগে পুরেছেন।

মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছের ট্রাক উল্টে যায় কানপুরেরপানকি ও বিজয়নগরের মাঝে। ট্রাকে ছিল জ্যান্ত মাছ। ট্রাক উল্টে সব মাছ রাস্তায়। হঠাত্ রাস্তায় এত মাছ লাফাতে দেখে স্থানীয়রা প্রথমে অবাক হয়ে যান। তারপর কেউ আর সময় নষ্ট করেননি।কেউ ব্যস্ত হয়ে পড়েন মাছ ধরে ব্যাগে পুরতে, কেউ মোবাইলের ক্যামেরা অন করে ভিডিয়ো করতে শুরু করেন। কেউ কেউ আবার এই অসাধারণ দৃশ্যের সঙ্গে সেলফিও তুলতে শুরু করেন।

বিনা পয়সায় এমন জ্যান্ত মাছ কুড়াতেহুড়োহুড়ির চোটে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ। ফজলগঞ্জ ও আরমাপুর থানার বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।

আরও পড়ুন: সমুদ্রে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন, সৈকত বন্ধ করে দিল পুলিশ

আরও পড়ুন: ডায়নোসোরের মতো দেখতে প্রাণী ভেজে খেলেন মত্স্যজীবী​

ডাঙায় মাছ ধরার এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। এমন একাধিক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: মোবাইলে এল বয়ফ্রেন্ডের সঙ্গে হবু স্ত্রীর ছবি, তদন্তে নেমে তাজ্জব পুলিশ

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Uttar Pradesh Fish Kanpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE