Advertisement
০৮ মে ২০২৪
CoronaVirus

করোনা নিয়ে ভজনে মাতল নেটদুনিয়া

নেটদুনিয়ায় হিট সেই ‘করোনা ভজন’।

করোনা ভজনে মাতল নেটাগরিকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনা ভজনে মাতল নেটাগরিকরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ১২:২৭
Share: Save:

বিখ্যাত ভজন গায়ক নরেন্দ্র চঞ্চল। হোলির অনুষ্ঠানে ভক্তদের মধ্যে তিনি গেয়েছিলেন একটি ভজন। যাতে উঠে এসেছিল করোনাভাইরাসের প্রসঙ্গ। সেই ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন কমেডিয়ান মল্লিকা দুয়া। তার পরই নেটদুনিয়ায় হিট সেই ‘করোনা ভজন’।

নয়াদিল্লির পাহাড়গঞ্জ এলাকায় সেই ভজন গেয়েছিলেন নরেন্দ্র। সেই গানে তিনি বলছেন, ‘‘ডেঙ্গু এসছিল, সোয়াইন ফ্লুও এসেছিল। চিকুনগুনিয়াও কোলাহল তৈরি করেছিল। সেগুলো নিয়ে খবরও হয়েছিল। কিন্তু করোনা কোথা থেকে এল?’’ তিনি এই গান শুরুর পরই তাঁর সঙ্গে সুর মেলাতে দেখা গেল সেখানে উপস্থিত শ্রোতাদের।

দেখুন সেই ভিডিয়ো—

Jagrata is better than cure 💃🏻🦠💃🏻

A post shared by M A L L I K A D U A (@mallikadua) on

আরও পড়ুন: ফের করোনায় মৃত্যু দেশে, কর্নাটক-দিল্লির পর এ বার মহারাষ্ট্রে

মল্লিকার পোস্ট করা ভিডিয়োতে ওই কয়েক লাইন শোনা গেলেও সম্পূর্ণ ভজনটি আপলোড করা হয়েছে ইউটিউবে। করোনাভাইরাসের মোকাবিলা করতে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করার কথাও বলতে শোনা যাচ্ছে সেই ভজনে। শুনুন সেই ভজন—

আরও পড়ুন: দেশে আক্রান্ত বেড়ে ১২৫, ফ্রান্সে লকডাউন, করোনা আপডেট এক নজরে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Viral Video New Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE