Advertisement
১০ মে ২০২৪
Himalayan Monal

সঙ্গীকে আকৃষ্ট করতে হিমালয়ান মোনালের নাচ দেখেছেন কখনও?

সঙ্গমের জন্য স্ত্রী মোনালকে আকৃষ্ট করতে পুরুষ মোনালের নাচ দেখতে পাওয়া খুব দুর্লভ দৃশ্যগুলির মধ্যে অন্যতম।

হিমালয়ান মোনালের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হিমালয়ান মোনালের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
দেহরাদুন শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১৬:২৭
Share: Save:

হিমালয়ান মোনাল। উত্তরাখণ্ডের স্টেট বার্ড। ময়ূরের মতো বিভিন্ন রঙের সমন্বয় এই পাখির পালকে। পালকের বর্ণময়তাই একে করে তোলে অসাধারণ। আর সঙ্গমের জন্য স্ত্রী মোনালকে আকৃষ্ট করতে পুরুষ মোনালের নাচ দেখতে পাওয়া খুব দুর্লভ দৃশ্যগুলির মধ্যে অন্যতম। উত্তরাখণ্ডের বনবিভাগের এক সিনিয়র অফিসারের সৌজন্যে এ বার সেই বিরল দৃশ্যই প্রত্যক্ষ করল নেটদুনিয়া।

পিএম ধাকাতে নামের ওই অফিসার মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন মোনালের নাচের সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘সঙ্গমের জন্য সঙ্গীকে আকৃষ্ট করতে হিমালয়ান মোনালের নাচের দৃশ্য।’’ ওই অফিসারের দেওয়া তথ্য অনুসারে মোনালের এই নাচের দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে কেদারনাথ অভয়ারণ্যতে।

হিমালয় পর্বতমালার উঁচু অঞ্চলে এই পাখিদের দেখা মেলে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০০ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় মোনালের দেখা পাওয়া যায়। এই পাখিরা বছরে একবারই প্রজনন করে। এদের প্রজনন ঋতু এপ্রিল থেকে অগস্ট।

আরও পড়ুন: ‘পাঁচশো টাকা বেশি দেব, নামিয়ে দে ভাই!’ প্যারাগ্লাইডিংয়ে গিয়ে বিপিনের কাণ্ড ভাইরাল

আরও পড়ুন: জলপথে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা, গুজরাতের সব বন্দরে জারি সর্বোচ্চ সতর্কতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Uttarakhand Dancing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE