Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National news

অমরাবতীর বদলে অন্ধ্রের চারটি রাজধানীর পরিকল্পনা জগনের, দাবি বিজেপি সাংসদের

বেঙ্কটেশের দাবি, জগনের এই পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৯ ১৬:১৭
Share: Save:

একটি নয়, চার-চারটি রাজধানী! অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে নাকি এমনটাই চিন্তা-ভাবনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তবে কি অন্ধ্রপ্রদেশের রাজধানীর তকমা হারাতে চলেছে অমরাবতী? এমন জল্পনা উস্কে দিয়েছে বিজেপি সাংসদ টিজি বেঙ্কটেশের সাম্প্রতিক মন্তব্য। বেঙ্কটেশের দাবি, অন্ধ্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রকে তাঁর পরিকল্পনার কথা জানিয়েছেন।

রবিবার সংবাদমাধ্যমের কাছে বিজেপি সাংসদ জানিয়েছেন, অমরাবতীর পরিবর্তে বিজয়নগরম, কাঁকিনাড়া, গুন্টুর এবং কডপাকে অন্ধ্রের রাজধানীর তকমা দিতে চান জগন। তিনি বলেন, ‘‘লোকসভা ভোটে বিপুল ভোটে জেতার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন জগন। সে সময়ই তিনি স্পষ্ট ভাবে জানিয়েছিলেন, তিনি হয়তো অন্ধ্রের রাজধানী পরিবর্তন করতে পারেন।’’

বেঙ্কটেশের আরও দাবি, জগনের এই পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছেন বিজেপির এক শীর্ষ নেতা। তবে কে সেই নেতা, তা প্রকাশ করেননি বেঙ্কটেশ। এখানেই থেমে থাকেননি ওই বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, অমরাবতীর সরকারি ভবনগুলিকে আঞ্চলিক অফিস হিসাবে ব্যবহার করবেন জগন। রাজ্যের প্ল্যানিং বোর্ড ভেঙে চারটি আঞ্চলিক বোর্ডের প্রস্তাব করেছেন তিনি। এ কারণেই রাজ্যে একাধিক উপমুখ্যমন্ত্রী রয়েছে, যা দেশের কোথাও নেই।’’

আরও পড়ুন: সেনার গাড়ি ভেবে পাথর ছুড়লেন বিক্ষোভকারীরা, কাশ্মীরে মৃত্যু ট্রাক চালকের

আরও পড়ুন: কাশ্মীরে ‘সফল’, পটেলের জন্মদিনে বোঝাবে বিজেপি

বিজেপি সাংসদ যা-ই বলুন না কেন, এ নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও ঘোষণা করেননি অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE