Advertisement
২৩ এপ্রিল ২০২৪
science news

টিকা বেরোলেই সংক্রমণ শেষ হয়ে যাবে না, বলছেন বিশেষজ্ঞরা

টিকা দেওয়ার পরের দিন থেকেই যদি কেউ ভাবতে শুরু করেন, কোভিডের হানাদারির আর কোনও আশঙ্কা নেই তাঁর, বিশেষজ্ঞদের বক্তব্য, সেটাই সবচেয়ে বড় ভুল হবে। কারণ, ওই সময় উপসর্গ না থাকলেও পরে তিনি ফের আক্রান্ত হতে পারেন কোভিডে।

কোভিড টিকা। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

কোভিড টিকা। ছবি- শাটারস্টকের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৫:৪৭
Share: Save:

কোভিড-১৯ ভাইরাসের হানাদারি রুখতে প্রথম যে টিকাগুলি বাজারে আসবে, সেগুলি সংক্রমণ পুরোপুরি না-ও রুখতে পারে। সেই টিকাগুলির কিছু সীমাবদ্ধতা থাকবে। আর সেটা অস্বাভাবিকও নয়। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

ফলে, টিকা দেওয়ার পরের দিন থেকেই যদি কেউ ভাবতে শুরু করেন, কোভিডের হানাদারির আর কোনও আশঙ্কা নেই তাঁর, বিশেষজ্ঞদের বক্তব্য, সেটাই সবচেয়ে বড় ভুল হবে। কারণ, ওই সময় উপসর্গ না থাকলেও পরে তিনি ফের আক্রান্ত হতে পারেন কোভিডে।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রবিন শ্যাটক বলেছেন, “দেখতে হবে সেই টিকাগুলি কি সংক্রমণ রুখতে পারছে পুরোপুরি? নাকি সেগুলি সংক্রমিত হয়ে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন, সে ব্যাপারে কার্যকরী হচ্ছে? হয়তো দেখা যাবে, ওই দু’টি ক্ষেত্রে কোনও কাজেই লাগছে না টিকাগুলি। তখন এটাও দেখতে হবে, কোভিড রোগীরা যাতে আরও বেশি অসুস্থ না হয়ে পড়েন, সেটা কি নিশ্চিত করতে পারছে টিকাগুলি?”

দ্রুত করোনা সংক্রমণ ঠেকাতে গত কয়েক মাস থমকে থেকেছে গোটা বিশ্ব, লকডাউনের জেরে। তার ফলে, বিশ্বের অর্থনীতির হাল করুণ হয়ে উঠেছে। পরে ধাপে ধাপে লকডাউন উঠিয়ে নিয়ে ছন্দে ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে। তাতে মানুষের মেলামেশা বাড়ার সম্ভাবনা বেড়েছে। সঙ্গে বেড়েছে সংক্রমণের আশঙ্কাও। তাই যে ভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব কোভিডের টিকা বাজারে আনার চেষ্টা শুরু হয়েছে জোরকদমে। বিশ্বজুড়েই। যাতে সংক্রমণ রোখা যায়।

আরও পড়ুন- বেজিংয়ে ফের সংক্রমণ, আতঙ্কে চিন

আরও পড়ুন- করোনা আশঙ্কা তুড়ি মেরে প্রচারসভা ট্রাম্পের

আপাতত যেটুকু খবর, কোভিডের প্রথম টিকাগুলি বাজারে আনতে চলেছে সম্ভবত তিনটি সংস্থা ফাইজার, অ্যাস্ট্রাজেনেসা এবং চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্স।

কিন্তু কোনও টিকাকে কোনও সংক্রমণ রুখতেই হবে, সেটাই তার এক ও একমাত্র কাজ, তা একেবারেই সঠিক নয় বলে মনে করেন ক্যালিফোর্নিয়ার স্ক্রিপ্‌স রিসার্চ ইনস্টিটিউটের ইমিউনোলজিস্ট ডেনিস বার্টন।

আবার ‘টিকা নিলাম আর বরাবরের মতো সেরে উঠলাম’ এমন ভাবনা সদ্য লকডাউন থেকে বেরিয়ে আসতে শুরু করা দেশগুলির নাগরিকদের পক্ষে পরে বিপজ্জনক হয়ে উঠতে পারে, জানাচ্ছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ভাইস চ্যান্সেলর মিশেল কিঞ্চ।

কিঞ্চ বলছেন, “আমার মনে হচ্ছে, টিকা নেওয়ার পরের দিনই অনেকে ভাবতে শুরু করবেন, আর কোনও চিন্তা নেই। আমি বরাবরের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারব। এটা স্ত বড় ভুল হবে। টিকা নেওয়ার পরেও কিন্তু তাঁরা ফের সংক্রমিত হতে পারেন। এটা ভুলে গেলে চলব‌ে না।”

কারণ, কোনও উপসর্গ নেই, এমন মানুষও পরে কোভিডে আক্রান্ত হয়েছেন এমন ঘটনা প্রচুর ঘটছে। বিশ্বের প্রায় সর্বত্রই।

তবে এটা ঠিকই, যে কোনও সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের হাতে যে সব ‘অস্ত্রশস্ত্র’ থাকে, টিকাই তাদের মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান জানাচ্ছে, প্রতি বছর বিশ্বে সর্বাধিক ৩০ লক্ষ মানুষকে কোনও সংক্রমণে মৃত্যুর হাত থেকে বাঁচায় বিভিন্ন টিকা। তবে সেগুলি সব মানুষের ক্ষেত্রে যে ১০০ শতাংশই সফল হবে, তা কিন্তু নয়। যেমন, হামের টিকা। যাদের এই টিকা দেওয়া হয়, তাদের মধ্যে ৩ শতাংশের পরেও হাম হয়। যদিও তা ততটা ভয়ঙ্কর হয় না। কিন্তু তাদের থেকেও হামের সংক্রমণ ছড়ায়।

তাই আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ’-এর অধিকর্তা অ্যান্টনি ফওসি বলেছেন, “যেন কেউ মনে না করেন, টিকা বাজারে আসার পরেই তাকে নকআউটে জিতিয়ে দেবে কোভিড-১৯ ভাইরাস। সংক্রমণ তার পরেও ঘটতে পারে। কারণ, কোনও টিকায় সংক্রমণ একেবারেই ছড়াবে না, এটা ১০০ শতাংশ নিশ্চিত ভাবে বলা যায় না। কোনও দিনই তা সম্ভব হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 covid vaccines coronavirus antibody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE