Advertisement
E-Paper

নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমকে টক্কর দিতে ভারতে আসছে ইউটিউব অরিজিনালস

ইউটিউব প্রথম দিকে বিজ্ঞাপনগুলির সঙ্গে বিনামূল্যে পরিষেবাটি গ্রাহকদের সরবরাহ করবে। যদিও কিছু সময় পরে ব্যবহারকারীদের তার জন্য টাকা দিতে হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০১
একাধিক চমকের সঙ্গে আসতে চলেছে ইউটিউব অরিজিনালস। ছবি: সংগৃহীত।

একাধিক চমকের সঙ্গে আসতে চলেছে ইউটিউব অরিজিনালস। ছবি: সংগৃহীত।

বর্তমান প্রজন্মের কাছে ডিজিটাল টিভি খুবই জনপ্রিয়। নেটফ্লিক্স, আমাজন প্রাইম ইত্যাদির দৌলতে আমাদের কাছে বিভিন্ন দেশের বিভিন্ন চলচ্চিত্র, সিরিয়াল, তথ্যচিত্র আজ হাতের মুঠোয়।

আপনি যদি এই ধরনের অনুষ্ঠানের ভক্ত হন, তা হলে আপনার জন্য সুখবর। ইউটিউব এ দেশে আনতে চলেছে ইউটিউব অরিজিনালস। যার সব বিষয়বস্তু মূলত এদের নিজস্ব। ইউটিউব কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন পরিষেবাটি হটস্টার, ভুট, নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মতো অন্যান্য অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির থেকে বেশি জনপ্রিয় হবে।

অন্যান্য দেশে, শুধুমাত্র যাদের ইউটিউব প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া থাকবে, তারাই ইউটিউব অরিজিনালস ব্যবহার করতে পারবে। কিন্তু সংস্থার বক্তব্য অনুযায়ী ভারতে বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে, বিজ্ঞাপন সহ। ভারতের জন্য প্রথম ইউটিউব অরিজিনালসে দেখানো হবে সঙ্গীত প্রতিভার প্রতিযোগিতা এ আর রহমানের ‘অ্যারাইভড’।

আরও পড়ুন
আইফোন টেন-এর নতুন ভার্সন কিনছেন? দেখে নিন এই বিষয়গুলি

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইউটিউব প্রথম দিকে বিজ্ঞাপনগুলির সঙ্গে বিনামূল্যে পরিষেবাটি গ্রাহকদের সরবরাহ করবে। যদিও কিছু সময় পরে ব্যবহারকারীদের তার জন্য টাকা দিতে হবে। ভারতবর্ষে এর সঠিক মূল্য পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। কিন্তু অন্যান্য দেশে প্রতি মাসে প্রায় ১২ ডলারের বিনিময়ে এই পরিষেবাটি পেতে হয়, যা ভারতীয় মূদ্রায় প্রায় ৮৬০ টাকা।

আরও পড়ুন
ট্রিপল রিয়ার ক্যামেরা ফোন আনছে স্যামসাং, জেনে নিন দাম আর ফিচার

ইউটিউব অরিজিনালস, ২০১৯ সালে ৫০টি নতুন অনুষ্ঠান শুরু করবে। খুব তাড়াতাড়ি শুরু হতে চলা এই পরিষেবাটির বিষয়ে ইউটিউব ইন্ডিয়া এন্টারপ্রাইজ হেড, সত্য রাঘবন বলেন, “এই উদ্যোগ তাদের ব্র্যান্ড গ্রাহকদের সঙ্গে যুক্ত হওয়ার একটি অবিশ্বাস্য সুযোগ এনে দিয়েছে।”

একাধিক চমকের সঙ্গে আসতে চলেছে ইউটিউব অরিজিনালস।

একটি সাক্ষাত্কারে ইউটিউবের মূল প্রোগ্রামের গ্লোবাল হেড সুসান ড্যানিয়েলস জানিয়েছেন, ওয়েব সিরিজ থেকে টক শো— প্রায় সব অনুষ্ঠানে একাধিক চমক নিয়ে আসছে ইউটিউব অরিজিনালস। কিছু অনুষ্ঠান ইউটিউব প্রিমিয়ামে প্রদর্শিত হবে। এদের মাসিক সাবস্ক্রিপশন পরিষেবাটি পূর্বে ইউটিউব রেড নামে পরিচিত ছিল। ড্যানিয়েলস আরও বলেন, “আমরা সেই বাজারগুলিকে টার্গেট করছি, যেখানে আমরা বিশ্বাস করি আমাদের সম্ভাব্য গ্রাহকদের মধ্যে অসাধারণ প্রভাব রয়েছে।”

ইউটিউব ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া এবং ভারতে, মূলত ক্রিকেট সম্পর্কে হিন্দিতে একটি টক শো প্রকাশ করেছে। ড্যানিয়েলস জানিয়েছেন, আনক্রিকেট (UnCricket) নামে শোটি অপ্রত্যাশিত ভাবে সাফল্য পেয়েছে।

নেটফ্লিক্স, আমাজন প্রাইম-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউটিউব। ড্যানিয়েলস বলেন, এখনই শিশুদের জন্য কোনও পরিকল্পনা নেই। ইউটিউব কিডস অ্যাপটি তরুণ প্রজন্মের জন্য তৈরি হয়েছে। তবে সংস্থা এখনই শিশুদের জন্য আলাদা কোনও অনুষ্ঠান প্রচার করবে না।

Technology YouTube Originals Netflix Amazon Prime ইউটিউব অরিজিনালস নেটফ্লিক্স আমাজন প্রাইম
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy