Advertisement
E-Paper

আরও একবার

নতুন গানে, সুরের বৈচিেত্র। লিখছেন বারীন মজুমদাররাগ অনুরাগ মিউজিক রিসার্চ অ্যাকাডেমিতে প্রতিনিয়তই চলছে সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা। স্মৃতি লালা সবর্দাই সচেষ্ট তা শ্রোতাদের কাছে তুলে ধরতে। অ্যাকাডেমির কুশীলবদেরও তাই তিনি প্রাধান্য দিয়ে থাকেন তা সে কণ্ঠে হোক বা বাদ্যযন্ত্রে। এর আগে ‘ক্রাইসিস’, ‘জার্নি’ এবং ‘পিস’ সঙ্গীতালেখ্য থেকে উঠে এসেছে মহিলা, শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের চাওয়া-পাওয়া, মনের কথা, এবং তা গানের ভাষাতেই প্রতিফলিত হয়েছে।

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৩

রাগ অনুরাগ মিউজিক রিসার্চ অ্যাকাডেমিতে প্রতিনিয়তই চলছে সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা। স্মৃতি লালা সবর্দাই সচেষ্ট তা শ্রোতাদের কাছে তুলে ধরতে। অ্যাকাডেমির কুশীলবদেরও তাই তিনি প্রাধান্য দিয়ে থাকেন তা সে কণ্ঠে হোক বা বাদ্যযন্ত্রে।

এর আগে ‘ক্রাইসিস’, ‘জার্নি’ এবং ‘পিস’ সঙ্গীতালেখ্য থেকে উঠে এসেছে মহিলা, শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের চাওয়া-পাওয়া, মনের কথা, এবং তা গানের ভাষাতেই প্রতিফলিত হয়েছে। সৃষ্টি হয়েছে সাত সুরের ‘বন্দেমাতরম-দি নিউ লাইট’। এই দেশাত্মবোধককে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে ‘চেতনা’। যা কোনও না কোনও সময়ে ছোট পর্দাতেও ভেসে ওঠে। এবং তা সর্বভারতীয় স্তরে ও ভাষায়।

সম্প্রতি স্মৃতি লালা তাঁর সৃষ্ট অ্যাকাডেমির বেশ কিছু গানে জীবনের রং ও রূপকে নতুন আঙ্গিকে তুলে এনেছেন। যা শুনে শ্রোতারা উচ্ছ্বসিত। ‘মুক্তির উল্লাসে’ একটি গানের সঙ্গে রয়েছে অন্য অনুভূতি। নারীর মুক্তি, স্বাধীনতা ও স্বনির্ভরের এক বেনজির উল্লাস। অজান্তে ভেসে ওঠে সেই সব নারীর প্রাণখোলা হাসির ঝিলিক যেন জীবনের প্রথম শাপমুক্তির উন্মোচন। গান তো নয়, জীবনকে ফিরে দেখা। বেশ সাহসী প্রযোজনা। তাল, লয় ও রাগের ওঠানামা বা কখনও লঘু সঙ্গীতের হালকা আবহ। সোনালি রোদের ঝিলিকে নারীত্ব আর বসন্ত যেন একাকার হয়ে যায়। গত কয়েক বছর ধরে বাংলা গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। তার সুফলও পাওয়া যাচ্ছে। নতুন আঙ্গিকে আধুনিক থেকে বাংলা ছায়াছবির গানগুলিতে নানা সুরের বৈচিত্রে তার প্রতিফলনও ঘটছে। সে রকমই সন্ধিক্ষণে শিল্পীর পরিচালনায় মুখরিত হয় ভালবাসার গান। মনে হল, সত্তর দশকে বেশ কিছু ছায়াছবির গানেও এমন উপলব্ধি পাওয়া যেত। আধুনিক গান ও ছায়াছবির গানে এক সমান্তরাল প্রতিযোগিতা। যেন অনেক দিন পরে ‘আরও একবার’ বসন্তে হঠাৎ এক পশলা বৃষ্টি।

সতেজ কণ্ঠে

পিনাকী চৌধুরী

সম্প্রতি রবীন্দ্রসদনে আবৃত্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে একক আবৃত্তিতে ছিলেন অরুণাভ বিশ্বাস। কবিতার স্বর ও সুরের মিলনে আবৃত্তিকার অবগাহন করেন ব্যঞ্জনার গভীরে। তিনি শুরুতেই নীরেন্দ্রনাথের ‘নিজের কাছে স্বীকারোক্তি’, পরে সুনীলের ‘পাহাড় চূড়ায়’ শুনলে এক অন্য চেতনায় মন ভরে যায়। যুদ্ধ নিয়ে জয়দেব বসুর ‘ভারত এক খোঁজ’ শিল্পীর কণ্ঠে অসাধারণ।

শিল্পী এ দিন অনেকেরই কবিতা নির্বাচন করেছিলেন, তার মধ্যে নজরুলও আছেন। ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এ শিল্পীর নিজস্বতা প্রকাশ পেয়েছে। জীবনানন্দের ‘বনলতা সেন’ও শোনালেন তিনি। তবে তাঁর চচির্ত কণ্ঠে জয়-এর কবিতা ‘মেঘ বালিকা’ এ দিনের সেরা প্রাপ্তি।

তবে নিজের কবিতা ‘দক্ষিণী’র পরিবেশনায় শিল্পী এত আড়ষ্ট ছিলেন কেন? শিল্পীর সঙ্গে কথোপকথনে ছিলেন মধুমিতা বসু। ধ্বনিতে হাসি পাঞ্চাল।

মন ভরেছে

সম্প্রতি উত্তম মঞ্চে রূপমঞ্জরীর নাচ-গান ও কবিতার অনুষ্ঠানে প্রথমেই গাইলেন মনোময় ভট্টাচার্য। অপূর্ব গায়কিতে তিনি শোনালেন ‘বধূয়াঁ আমার চোখে’। রাজা রায় শোনালেন ‘হংসপাখা দিয়ে’।

এ ছাড়াও অনুষ্ঠানে সুন্দর গাইলেন মঞ্জুষা চক্রবর্তী (নজরুলের গজলাঙ্গ)। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন সাহানা বক্সি, সুদেষ্ণা ঘোষ দস্তিদার, দেবশ্রী বসু প্রমুখ।

কবিতায় প্রসূন গুহের ‘জননী যন্ত্রণা’ অত্যন্ত মমর্স্পশ়ী। এ ছাড়াও ছিলেন তাপস নাগ, কৃষ্ণা মজুমদার প্রমুখ। শেষে কথাকলি বসুর পরিচালনায় কালমৃগয়া নৃত্যনাট্যটি সু-মহড়াযুক্ত। সঞ্চালনায় ছিলেন হীরালাল শীল।

শুধুই রবীন্দ্রনাথ

রবীন্দ্র ওকাকুরায় বিধাননগর ছন্দনীড় ও অপরাজিতার যৌথ উদ্যোগে একক গান ও আবৃত্তি ছাড়াও নজর কাড়ে সম্মেলক গান। আবৃত্তিতে সুনেত্রা সেনগুপ্ত, পার্থ রায় এবং গার্গী হোড় চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ্য। অনুপ মতিলালের কবিতা পাঠ ও পাপিয়া সিংহ দেবনাথের আবৃত্তি মুগ্ধ করে। একক গানে ভালো লাগে তৃপ্তি সেনের ‘চোখের আলোয়’, সুমিতা দাসের ‘আমি কান পেতে রই’, অপরাজিতা মৈত্রের ‘সেই ভালো সেই ভালো’। এ ছাড়াও একক গাইলেন সুদেষ্ণা রায়, অশোকা গুপ্ত, সুমিতা সাহা, তানিয়া নন্দী, সুদীপা মুখোপাধ্যায়, অন্তরা দাশগুপ্ত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তৃপ্তি সেন।

music patrika pinaki chowdhury barin mazumder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy