জীবনের ঝুঁকি এড়াতে আপনি বিমা করাতে চান। সবার সঙ্গে কথা বলেছেন। কারণ, বাজারে এখন নানান রকম বিমা পাওয়া যায়। কোনটা কিনবেন তা নিয়ে দুশ্চিন্তায়। বিমার এজেন্ট আপনার কাছে এসেছেন। আপনাকে বোঝাতে চাইছেন যে শুধু মারা যাওয়াটাই জীবনের ঝুঁকি নয়, আর আপনি ভাবছেন উনি আপনার কাছ থেকে বেশি প্রিমিয়াম আদায় করতেই এসব বলছেন। কিন্তু বুঝতে পারছেন না কী করবেন। তাই তো?
তো জীবনের ঝুঁকিটা নিয়ে আগে ভাবুন। বিমা কিন্তু সঞ্চয় নয়। বিমা কেনার আগে কিন্তু মন্ত্রের মতো এটা জপ করুন! আপনার ভাবনাটা এই ভাবে এগোতে পারে। জীবনের অন্যতম ঝুঁকি হচ্ছে হঠাৎ মৃত্যু। তাই জীবন বিমা কিনবেন সেটাই এড়াতে। এবার ভাবুন তো, জীবনের ঝুঁকি কি শুধুই মৃত্যু? আপনি কিন্তু ঝুঁকি মাপছেন আর্থিক দিক থেকে। এটাও মাথায় রাখতে হবে।রোজদিনই কাগজে পড়ছেন, রাস্তায় আচমকা মোটর বাইকে বা বাসের ধাক্কায় আহত হয়ে বিছানা থেকে উঠতে পারছেন না। অনেকে অথর্বও হয়ে যান। তখন? সেটাও তো জীবনের ঝুঁকি। তাই না? তখন রোজগারের চিন্তাও বড় হয়ে উঠবে।
ভাবুন তো আপনার অবর্তমানে আপনার পরিবারের অবস্থা। সাধারণ জীবন বিমা করলেন। সেটা তো করতেই হবে। আপনার অবর্তমানে আপনার পরিবার এক লপ্তে টাকা পেয়ে গেল। কিন্তু যদি এমন হয়, যে এরই সঙ্গে সামান্য বেশি টাকার বিনিময়ে পরিবারের মাসিক আয়েরও ব্যবস্থা হল। তাতে কিছুটা হলেও একটা পরিবারের একটা স্বস্তি হল। তাই না? তাই বিমা কেনার আগে ভেবে নিন নিজের চাহিদার কথা। আর সেই চাহিদা মিলিয়ে করুন বিস্তৃত জীবনের ঝুঁকিতে আর্থিক সংস্থানের ব্যবস্থাও। কিনুন আরও কিছু ‘রাইডার’ বা বিভিন্ন ঝুঁকি সামলানোর ব্যবস্থা একই বিমাতে। দেখা নেওয়া যাক এরকমই এক দু’টি রাইডার উদাহরণ হিসাবে: