সঞ্চয় করতে চান। তার থেকে আয়ও করতে চান। তবে খবর রাখতে অনীহা। তাহলে কিন্তু আজকের দুনিয়ায় টাকা রাখার বদলে হারানোর সম্ভাবনাই বেশি। তাই কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। তা সে যেখানেই রাখুন না কেন। আর একটা কথা। মাথায় রাখতে হবে সঞ্চয়ের বাজার কিন্তু খানিকটা ঢেঁকির মতো। আজ যদি এটা পড়ে উল্টোদিকে অন্যটা উঠবে। যেমন সোনার দাম। যখন সব পড়তে থাকে তখন দেখা যায় সোনার দাম উঠছে। যাঁরা বুদ্ধিমান তাঁরা কিন্তু সঞ্চয় এক জায়গায় ফেলে রাখেন না। নজরে রাখেন কোথায় কী ঘটছে। আর বিপদ বুঝলে সঞ্চয় এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যান নিজের টাকা সুরক্ষিত রাখতে।
বন্ড বা ঋণপত্র অবশ্য তুলনামূলক ভাবে সঞ্চয়ের নিশ্চিত আশ্রয়। তবুও নজর রাখতে হবে বইকি। মাথায় রাখতে হবে ঋণপত্র কিন্তু ধার। আপনি যখন তা কিনছেন তখন আপনি আসলে কাউকে তা ধার দিচ্ছেন। এবার যার কাছ থেকে আপনি ঋণপত্র কিনলেন, তার যদি আর্থিক অবস্থা খারাপ হয়? তখন তো সে ধারের টাকা ঠিক মতো শোধ করতে পারবে না। তাই বাজারের হালচালের উপর নজর রাখাটা জরুরি।
এখন তো চাপ আরও বেশি। তাই যে সংস্থার ঋণপত্র কিনছেন ক্রেডিট রেটিং সংস্থার করা তার রেটিং দেখে নিন। মাথায় রাখবেন, যার রেটিং কম সেখান থেকে আয় বেশি কিন্তু ঝুঁকিও বেশি।