মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিকল্পনা করছেন? কিন্তু এসআইপি, এসটিপি এবং এসডব্লিউপি-র মতো কিছু জটিল শব্দ আপনাকে বিভ্রান্ত করছে? তা হলে বিনিয়োগের আগে অবশ্যই এই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
এসআইপি
এসআইপি অথবা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সবথেকে কার্যকর এবং জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। ব্যাঙ্কে রেকারিং আমানতের মতোই ‘এসআইপি’-তে অর্থ বিনিয়োগ করা হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।
এসটিপি
এসটিপি, বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান সেই সব বিনিয়োগকারীর জন্য, যাঁদের থোক টাকা আছে কিন্তু তাঁরা একেবারে সব টাকা বিনিয়োগের ঝুঁকি এড়াতে চান। বাজারে প্রথমেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের পরিবর্তে এসটিপির সাহায্যে আপনি ধীরে ধীরে বিনিয়োগ করে পারেন। এটি আপনাকে মাসিক বা ত্রৈমাসিকের মতো নিয়মিত বিরতিতে আপনার টাকা একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে অন্যটিতে স্থানান্তর করতে দেয়।
এসডব্লিউপি
এসডব্লিউপি অথবা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান এমন বিনিয়োগকারীদের জন্য যাঁরা তাঁদের মিউচুয়াল ফান্ড বিনিয়োগ থেকে নিয়মিত টাকা তুলতে চান। এটি মূলত এসআইপি-র বিপরীত।
জেনে নেওয়া যাক ‘এসআইপি’, ‘এসটিপি’ এবং ‘এসডব্লিউপি’-র মধ্যে পার্থক্য কী?
বিনিয়োগের লক্ষ্যের দিক দিয়ে এসআইপি দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি করে। ‘এসডব্লিউপি’ থেকে নিয়মিত টাকা তুলতে পারেন এবং এসটিপির মাধ্যমে ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন, যাতে ঝুঁকি হ্রাস হয়।
ঝুঁকির সহনশীলতা এসআইপিতে মাঝারি থেকে উচ্চ, এসটিপিতে পরিমিত এবং এসডব্লিউপিতে নিম্ন থেকে মাঝারি।
কিন্তু কোনটি আপনার জন্য উপযুক্ত?
কোন বিনিয়োগ পরিকল্পনাটি আপনার জন্য উপযুক্ত, তা নির্ভর করছে আপনার বিনিয়োগের লক্ষ্য এবং ব্যক্তিগত পরিস্থিতির উপরে।
এসডব্লিউপি নিয়মিত আয়ের জন্য আদর্শ, যখন এসআইপি এবং এসটিপি সম্পদ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির জন্য আদর্শ।
এসডব্লিউপি এবং ঋণ-কেন্দ্রিক এসটিপি কম ঝুঁকি প্রদান করে। কিন্তু ইক্যুইটি-কেন্দ্রিক এসটিপি এবং এসআইপি-তে বিনিয়োগ করলে উচ্চ ঝুঁকির আশঙ্কা থাকে, তবে এর থেকে উচ্চতর রিটার্ন পাওয়া যায়।
‘টাকা টক্’-এর প্রেজ়েন্টিং পার্টনার ‘বন্ধন মিউচুয়াল ফান্ড’।
এই প্রতিবেদনটি ‘টাকা টক্’ ফিচারের অংশ।