Advertisement
০৪ মে ২০২৪
Presents
savings

স্মার্ট ফোন নেই বলে টাকা পাঠাতে পারেন না? এমএমআইডি করুন, আপনার মোবাইল যাই হোক না কেন

আসুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কী। এই ব্যবস্থাটি মূলত তাঁদের জন্য, যাঁরা ভীম জাতীয় অ্যাপ ব্যবহার করতে পারেন না স্মার্ট ফোন না থাকার কারণে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১২:৫১
Share: Save:

দামি ফোন না থাকলেও কিন্তু যাকে ইচ্ছা টাকা পাঠাতে পারেন। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত থাকে তাহলেই আপনি এই সুযোগ পেতে পারেন। যাকে টাকা পাঠাতে চান, তাঁরও যদি এই সুবিধা থাকে, তাহলে তো কথাই নেই। না থাকলেও কিন্তু অসুবিধা হবে না। আসুন দেখে নেওয়া যাক ব্যাপারটা কী। এই ব্যবস্থাটি মূলত তাঁদের জন্য, যাঁরা ভীম জাতীয় অ্যাপ ব্যবহার করতে পারেন না স্মার্ট ফোন না থাকার কারণে।

• এমএমআইডি পুরো কথাটি হল মোবাইল মানি আইডেন্টিফায়ার।

• আপনার প্রতিটি অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার যুক্ত থাকতে পারে। তাতে কোনও অসুবিধা নেই।

• কিন্তু প্রতিটি অ্যাকাউন্টের জন্য আপনি সাত সংখ্যার আলাদা এমএমআইডি পাবেন।

• আপনার এই সংখ্যাটি যদি কেউ জানে, তাহলে সে আপনাকে টাকা পাঠাতে পারবে এই সংখ্যা ব্যবহার করে। আপনিও অন্যের এই সংখ্যাটি জানলে টাকা পাঠাতে পারবেন। না জানলেও কোনও সমস্যা নেই।

• আপনার ব্যাঙ্ক থেকে বা নেট ব্যাঙ্কিং থেকে আপনার এমএমআইডি জেনে নিন।

• যাকে টাকা পাঠাচ্ছেন, তার ক) মোবাইল নম্বর আর এমএমআইডি, বা খ) অ্যাকাউন্ট নম্বর আরএইএফসি, বা গ)আধার নম্বর জানলেই আপনি টাকা পাঠাতে পারবেন।

• প্রতিবার আপনি ৫ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন।

• একবার টাকা পাঠালে কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার (স্টপ পেমেন্ট) সুযোগ থাকবে না।

• এতেও কিন্তু পাসওয়ার্ড লাগে।

• সব থেকে বড় সুবিধা হল, এই পদ্ধতিতে টাকা দেওয়া-নেওয়া করতে নেট ব্যবহারের প্রয়োজন হয় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

savings Online Money Transfer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE