Advertisement
৩০ মার্চ ২০২৩
Personal Finance 2023

ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যে নিয়মগুলি না মানলেই নয়

ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলান। এই কাজটা আমরা সাধারণ ভাবে কখনওই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দিয়ে থাকি। এটা একেবারেই করা উচিত নয়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮
Share: Save:

আমরা সবাই জানি ক্রেডিট কার্ড কী ভাবে সামলে রাখতে হয়। তবুও তা মানি কি? যদি মানতাম, তা হলে কার্ড নিয়ে এত জালিয়াতি হয়তো হত না। তাই আবার ঝালিয়ে নেওয়া যাক কার্ড সাবধানে রাখার পথ।

Advertisement
  • এটা আমরা সবাই জানি, তবুও কিন্তু এই ভুলটা করেই চলি। ক্রেডিট কার্ড হাতছাড়া করবেন না।কনট্যাক্টলেস ক্রেডিট কার্ড হলে তো আরও সাবধান। তবে সে ক্ষেত্রে এই ব্যবস্থা বন্ধ করে রাখা ভাল।
  • ক্রেডিট কার্ডের পিন নিয়মিত বদলান। এই কাজটা আমরা সাধারণ ভাবে কখনওই করি না। আর সব কার্ডেই এক পিন রেখে দিয়ে থাকি। এটা একেবারেই করা উচিত নয়।
  • কাউকে ওটিপি দেবেন না।
  • মোবাইল ফোনে ক্রেডিট কার্ড পিন লিখে রাখবেন না।
  • নিয়মিত এসএমএস দেখুন। কোনও লেনদেন যদি আপনি না করে থাকেন বলে মনে হয়, সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান।
  • আপনি আসল ব্যক্তি কি না, জানার জন্য অনেক ব্যাঙ্কই শেষ তিনটি বা শেষ লেনদেনের অঙ্ক জানতে চায়। তাই এই তথ্যটি হাতের কাছেই রাখবেন।
  • কার্ড হারালে সঙ্গে সঙ্গে ব্লক করুন এবং ব্যাঙ্ককে জানান।
  • কোনও লিঙ্কে গিয়ে টাকা দেওয়ার আগে খতিয়ে দেখুন সেটা জাল কিনা। এইচটিটিপিএস আছে কিনা দেখে নিন।
  • গুগল কিন্তু আজকাল সাবধান করে। যদি সাইট নিয়ে সংশয় থাকে সতর্কবার্তা পাবেন।
  • ক্রেডিট কার্ড হারিয়েছেন? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাঙ্ককে জানালে আপনার কার্ডের পয়সা কাটা যাবে না। সেই সময়সীমা জেনে রাখুন।
  • ব্যাঙ্ককে ফোনে কিছু জানালে, তার পর ইমেলেও ব্যাঙ্ককে তা লিখে জানান। এতে আপনার কাছে অভিযোগের রেকর্ড থাকবে, যা পরে কাজে লাগতে পারে।

Advertisement

বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.