মোট সম্পত্তির পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি। মাত্র ৩১ বছর বয়সেই দেশের সর্বকনিষ্ঠ ধনকুবেরের খেতাব জুড়েছে তাঁর নামের পাশে। ২০২৫ সালের ধনী ব্যক্তিদের তালিকায় দেশের সর্বকনিষ্ঠ ধনকুবের বা বিলিয়নেয়ার (সম্পত্তির পরিমাণ অন্তত ১০০ কোটি ডলার)। তিনি এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। ‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ জায়গা করে নিয়েছেন চেন্নাইয়ের এই ভূমিপুত্র।
আইআইটি মাদ্রাজের প্রাক্তনী অরবিন্দ শ্রীনিবাস। জেনারেটিভ এআই-এর ক্ষেত্রে তাঁকে এক উদীয়মান তারকা বললে অত্যুক্তি হয় না। ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বিপুল সম্পদ হাতের মুঠোয় পাওয়ার। সেই সম্পদ করায়ত্ত করতে অনেকেই কঠোর পরিশ্রমে নিজেকে সঁপে দেন। তাঁদেরই এক জন এই অরবিন্দ। প্রযুক্তির দুনিয়ায় নিজেকে বিশেষ আসনে প্রতিষ্ঠিত করেছেন অরবিন্দ।