স্টুডিয়োর মধ্যে পণবন্দি করে রাখা হয়েছিল ১৭টি শিশুকে। মুম্বইয়ের পওয়াইয়ের বহুতলে অডিশন চলাকালীন আচমকা ওই স্টুডিয়োয় ঢুকে পড়েন রোহিত আর্য নামের এক তরুণ। হাতে আগ্নেয়াস্ত্র। অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার জন্য ৩০ অক্টোবর বহু শিশুই স্টুডিয়োয় জড়ো হয়েছিল। এদের মধ্যে ১৭ জনকে রেখে বাকিদের সেখান থেকে চলে যেতেন বলেন রোহিত।