Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২২
Akshay Kumar

Akshay Kumar: খিলাড়ি হো তো অ্যায়সা! আমির খানই যোগ্য বলে সেরা অভিনেতার পুরস্কার নেননি অক্ষয় কুমার

সেরা অভিনেতার পুরস্কার না নিয়েই মঞ্চ থেকে নেমে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার পর...

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৩:০৬
Share: Save:
০১ ২১
বলিপাড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলিতে কত কাণ্ডই না ঘটে থাকে! সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর মুকুট কার মাথায় উঠবে, এ নিয়ে যেমন উদ্দীপনা চলে, তেমনই তারকাদের নানা কীর্তিকলাপ চাক্ষুষ করা যায়। এক দশক আগে এমনই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যা করেছিলেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে।

বলিপাড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলিতে কত কাণ্ডই না ঘটে থাকে! সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর মুকুট কার মাথায় উঠবে, এ নিয়ে যেমন উদ্দীপনা চলে, তেমনই তারকাদের নানা কীর্তিকলাপ চাক্ষুষ করা যায়। এক দশক আগে এমনই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যা করেছিলেন, তাতে চমকে গিয়েছিলেন সকলে।

০২ ২১
চোখধাঁধানো অনুষ্ঠানে তখন দর্শকাসনে বসে হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে বি-টাউনের খ্যাতনামীরা।

চোখধাঁধানো অনুষ্ঠানে তখন দর্শকাসনে বসে হৃত্বিক রোশন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে বি-টাউনের খ্যাতনামীরা।

০৩ ২১
২০০৯ সালে সেরা অভিনেতা হিসাবে নাম ঘোষণা করা হল অক্ষয় কুমারের। তার পরই হাততালিতে মুখরিত গোটা প্রেক্ষাগৃহ।

২০০৯ সালে সেরা অভিনেতা হিসাবে নাম ঘোষণা করা হল অক্ষয় কুমারের। তার পরই হাততালিতে মুখরিত গোটা প্রেক্ষাগৃহ।

সর্বশেষ ভিডিয়ো
০৪ ২১
অক্ষয়ের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চ আলো করে দাঁড়িয়ে অভিনেত্রী রেখা।

অক্ষয়ের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চ আলো করে দাঁড়িয়ে অভিনেত্রী রেখা।

০৫ ২১
অক্ষয়ের নাম সেরা অভিনেতা হিসাবে ঘোষণা হতেই বেজে উঠল, ‘সিং ইজ কিং’ ছবির ‘টাইটেল ট্র্যাক’।

অক্ষয়ের নাম সেরা অভিনেতা হিসাবে ঘোষণা হতেই বেজে উঠল, ‘সিং ইজ কিং’ ছবির ‘টাইটেল ট্র্যাক’।

০৬ ২১
এর পরই চিরাচরিত ভাবে রেখাকে আলিঙ্গনের পর হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে নিলেন বলিউডের ‘খিলাড়ি’।

এর পরই চিরাচরিত ভাবে রেখাকে আলিঙ্গনের পর হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে নিলেন বলিউডের ‘খিলাড়ি’।

০৭ ২১
এত ক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। পুরস্কার হাতে নিয়ে অক্ষয় মাইক্রোফোন তুলে নিতেই চমকে গেলেন সকলে।

এত ক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। পুরস্কার হাতে নিয়ে অক্ষয় মাইক্রোফোন তুলে নিতেই চমকে গেলেন সকলে।

০৮ ২১
 অক্ষয় বললেন, ‘‘সেরা অভিনেতা হিসাবে আমার মনে হয় পুরস্কার পাওয়া উচিত আমির খানের। তাঁর ‘গজনি’ ছবির জন্য।’’

অক্ষয় বললেন, ‘‘সেরা অভিনেতা হিসাবে আমার মনে হয় পুরস্কার পাওয়া উচিত আমির খানের। তাঁর ‘গজনি’ ছবির জন্য।’’

০৯ ২১
এতেই শেষ নয়, বলিউড সুপারস্টার এ-ও বললেন যে, তিনি এই পুরস্কার গ্রহণ করছেন না। এই পুরস্কারটি রেখে যাচ্ছেন।

এতেই শেষ নয়, বলিউড সুপারস্টার এ-ও বললেন যে, তিনি এই পুরস্কার গ্রহণ করছেন না। এই পুরস্কারটি রেখে যাচ্ছেন।

১০ ২১
অক্ষয় যখন এই কথা বলছেন, তখন দর্শকাসনে তারকারা রীতিমতো হতবাক।

অক্ষয় যখন এই কথা বলছেন, তখন দর্শকাসনে তারকারা রীতিমতো হতবাক।

১১ ২১
ভক্তদের উদ্দেশে অক্ষয় বলেন, ‘‘আমি নিশ্চিত যে, যাঁরা আমায় ভোট দিয়েছেন পুরস্কারের জন্য তাঁদের আমি হতাশ করছি না। আপনাদের সকলের ভালবাসা ও সমর্থনে বেঁচে রয়েছি। হয়তো কোনও এক দিন আবার জিতব।’’

ভক্তদের উদ্দেশে অক্ষয় বলেন, ‘‘আমি নিশ্চিত যে, যাঁরা আমায় ভোট দিয়েছেন পুরস্কারের জন্য তাঁদের আমি হতাশ করছি না। আপনাদের সকলের ভালবাসা ও সমর্থনে বেঁচে রয়েছি। হয়তো কোনও এক দিন আবার জিতব।’’

১২ ২১
বক্তৃতা শেষে পোডিয়ামে পুরস্কার রেখেই রেখাকে নিয়ে মঞ্চ ছাড়েন সুপারস্টার। তখনও বাজছে ‘সিং ইজ কিং’ গান। হাততালিতে ফেটে পড়ল মঞ্চ।

বক্তৃতা শেষে পোডিয়ামে পুরস্কার রেখেই রেখাকে নিয়ে মঞ্চ ছাড়েন সুপারস্টার। তখনও বাজছে ‘সিং ইজ কিং’ গান। হাততালিতে ফেটে পড়ল মঞ্চ।

১৩ ২১
এর পরই সহ-সঞ্চালক শ্রেয়স তালপাড়ের পাশে দাঁড়িয়ে বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান বললেন, ‘‘আমার মনে হয় না, আমির এখন আসবেন এই পুরস্কারটা নিতে।’’ ফারহার এই কথা শুনে হেসে ফেলেন সকলে।

এর পরই সহ-সঞ্চালক শ্রেয়স তালপাড়ের পাশে দাঁড়িয়ে বলিউড পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান বললেন, ‘‘আমার মনে হয় না, আমির এখন আসবেন এই পুরস্কারটা নিতে।’’ ফারহার এই কথা শুনে হেসে ফেলেন সকলে।

১৪ ২১
 ১৩ বছর বাদে আবারও বক্স অফিসে এক সঙ্গে বিরাজমান আমির খান ও অক্ষয় কুমারের ছবি। গত ১১ অগস্ট একই দিনে মুক্তি পেয়েছে মি.পারফেকশনিস্টের ‘লাল সিংহ চড্ডা’ ও অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’।

১৩ বছর বাদে আবারও বক্স অফিসে এক সঙ্গে বিরাজমান আমির খান ও অক্ষয় কুমারের ছবি। গত ১১ অগস্ট একই দিনে মুক্তি পেয়েছে মি.পারফেকশনিস্টের ‘লাল সিংহ চড্ডা’ ও অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’।

১৫ ২১
আশির দশকের শেষ, আর নব্বইয়ের দশকের শুরুতে মায়ানগরীতে শাহরুখ খান, আমির খান, সলমান খানের রমরমা শুরু হয়েছিল। সময় বদলালেও এই তিন খানের রাজত্বে কেউ থাবা বসাতে পারেনি।

আশির দশকের শেষ, আর নব্বইয়ের দশকের শুরুতে মায়ানগরীতে শাহরুখ খান, আমির খান, সলমান খানের রমরমা শুরু হয়েছিল। সময় বদলালেও এই তিন খানের রাজত্বে কেউ থাবা বসাতে পারেনি।

১৬ ২১
তিন খানের ক্যারিশমা সত্ত্বেও বলিপাড়ায় যে কয়েক জন অভিনেতা নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন, তাঁদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার।

তিন খানের ক্যারিশমা সত্ত্বেও বলিপাড়ায় যে কয়েক জন অভিনেতা নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন, তাঁদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার।

১৭ ২১
তিন খান যখন চুটিয়ে একের পর এক সুপার-ডুপার হিট ছবি বক্স অফিসে উপহার দিচ্ছেন, তখন নিজস্ব কেরামতিতে সিনে মহলে আলাদা ছাপ তৈরি করেছেন অক্ষয়।

তিন খান যখন চুটিয়ে একের পর এক সুপার-ডুপার হিট ছবি বক্স অফিসে উপহার দিচ্ছেন, তখন নিজস্ব কেরামতিতে সিনে মহলে আলাদা ছাপ তৈরি করেছেন অক্ষয়।

১৮ ২১
আমির-শাহরুখ-সলমনের মতোই বলিউডে দাপিয়ে রাজ করেছেন অক্ষয়। কখনই তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

আমির-শাহরুখ-সলমনের মতোই বলিউডে দাপিয়ে রাজ করেছেন অক্ষয়। কখনই তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

১৯ ২১
মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, করিশ্মা কপূর, রবিনা ট্যান্ডন, ঐশ্বর্য রাই, করিনা কপূর, শিল্পা শেট্টি, প্রীতি জিন্টা, প্রিয়ঙ্কা চোপড়ার মতো প্রথম সারির প্রায় সব নায়িকার সঙ্গেই পর্দায় চুটিয়ে রোম্যান্স করেছেন ‘আক্কি’।

মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, করিশ্মা কপূর, রবিনা ট্যান্ডন, ঐশ্বর্য রাই, করিনা কপূর, শিল্পা শেট্টি, প্রীতি জিন্টা, প্রিয়ঙ্কা চোপড়ার মতো প্রথম সারির প্রায় সব নায়িকার সঙ্গেই পর্দায় চুটিয়ে রোম্যান্স করেছেন ‘আক্কি’।

২০ ২১
বলিউডে অক্ষয় কুমারের প্রেম কাহিনিও চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘মোহরা’ মুক্তির সময় রবিনা ট্যান্ডনের সঙ্গে অক্ষয়ের রসায়ন আলোড়ন ফেলে দিয়েছিল। যদিও এ নিয়ে কখনই সে ভাবে মুখ খোলেননি সুপারস্টার।

বলিউডে অক্ষয় কুমারের প্রেম কাহিনিও চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘মোহরা’ মুক্তির সময় রবিনা ট্যান্ডনের সঙ্গে অক্ষয়ের রসায়ন আলোড়ন ফেলে দিয়েছিল। যদিও এ নিয়ে কখনই সে ভাবে মুখ খোলেননি সুপারস্টার।

২১ ২১
 পরবর্তী সময়ে ‘চুরা কে দিল তেরা’র সুরের জাদুতে ঝড় তুলেছিল অক্ষয়-শিল্পার প্রেমকাহিনি। সে কাহিনিও সফল হয়নি। তবে এই সব চর্চা তাঁর কেরিয়ারে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ক্রমাগত প্রমাণ করে চলেছেন ‘খিলাড়ি’।

পরবর্তী সময়ে ‘চুরা কে দিল তেরা’র সুরের জাদুতে ঝড় তুলেছিল অক্ষয়-শিল্পার প্রেমকাহিনি। সে কাহিনিও সফল হয়নি। তবে এই সব চর্চা তাঁর কেরিয়ারে সে ভাবে প্রভাব ফেলতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ক্রমাগত প্রমাণ করে চলেছেন ‘খিলাড়ি’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.