Advertisement
০১ মে ২০২৪
World’s Hardest Dish

পাথর দিয়ে তৈরি ঝাল ঝাল পদে মন মজেছে চিনের! চেখে দেখবেন না কি বিশ্বের সবথেকে শক্ত খাবার?

সুওদিউয়ের মূল উপাদান পাথর। পাথরের টুকরোকে পরিষ্কার করে পেঁয়াজ, লঙ্কা এবং সস্‌ দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে তৈরি করা হয় এই পদ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বেজিং শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ১৭:০৮
Share: Save:
০১ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

পৃথিবীর অন্যতম গরিব দেশ হাইতি। অর্থাভাব এবং খাদ্যাভাবে আটার বদলে কাদার তৈরি এক বিশেষ ধরনের রুটি খান সে দেশের মানুষ।

০২ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

কিন্তু পাথর দিয়ে তৈরি খাবার! এ কি কখনও শোনা গিয়েছে? তা-ও আবার চিনের মতো দেশে! অবিশ্বাস্য হলেও সত্যি। পাথরের তৈরি বিশেষ পদ তৈরি করে তাক লাগাচ্ছেন চিনের দোকানদাররা।

০৩ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

চিনে সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হওয়া এই পদের নাম ‘সুওদিউ’। যার অর্থ, চুষে ফেলে দিতে হয় যে খাবার।

০৪ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

‘সুওদিউ’য়ের মূল উপাদান পাথর। পাথরের টুকরোকে পরিষ্কার করে পেঁয়াজ, লঙ্কা এবং সস্‌ দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে তৈরি করা হয় এই পদ।

০৫ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

তবে ‘সুওদিউ’ চিবিয়ে খেলে হবে না। তা হলে আর কোনও মানুষের দাঁত আস্ত থাকার কথা নয়। তা হলে কী ভাবে খেতে হয় এই খাবার?

০৬ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

সুওদিউ খেতে হয় চুষে। রান্না করা পাথর ভাল করে চুষে ফেলে দিতে হয়। একে একে সব পাথরগুলি চুষে ফেলে দেওয়ার পর পাত্রের তলায় পড়ে থাকা তেলঝোল।

০৭ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

সুওদিউ-ই বিশ্বের সবথেকে শক্ত খাবার। আর এই খাবারেই আপাতত মজে চিনের তামাম জনতা।

০৮ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

পূর্ব চিনের হুবেই প্রদেশ থেকে শুরু হলেও বর্তমানে চিনের অনেক শহরেই সুওদিউ বিক্রি হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই বিক্রি হয় রাস্তার ধারের মুখরোচক খাবারের দোকানে।

০৯ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

কী ভাবে তৈরি হয় জনপ্রিয় এই চিনা খাবার? প্রথমে নদীর ধার থেকে গোল এবং চ্যাপ্টা নুড়ি-পাথর সংগ্রহ করা হয়। পরে সেগুলি ভাল করে জলে ধুয়ে পরিষ্কার করা হয়।

১০ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

জলে ধোয়ার পর পাথরগুলিকে লঙ্কার সস্‌, পেঁয়াজ, রসুন, টোম্যাটো, রোজমেরি এবং বিভিন্ন মশলা দিয়ে ভাল করে ভেজে নেওয়া হয়। এর পর সেগুলি পাত্রে নিয়ে উপর থেকে লঙ্কার সস্‌ ছড়িয়ে গরম গরম পরিবেশন করা হয়।

১১ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

লাল লাল রসালো পাথরগুলি চুষে আস্বাদনের পর সেগুলি ফেলে দেন গ্রাহক।

১২ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

চিনে এক এক প্লেট সুওদিউ বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায়।

১৩ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

মনে করা হয়, শত শত বছর আগে চিনের মাঝি সম্প্রদায়ের হাত ধরে সুওদিউের উৎপত্তি।

১৪ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

চিনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রজন্মের পর প্রজন্ম ধরে নৌকার মাঝিদের মুখে মুখে এই পদের কথা ছড়িয়ে পড়েছিল।

১৫ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

নৌকায় খাবার না থাকলে এ ভাবেই নাকি পাথর রান্না করে রসনাতৃপ্তি করতেন মাঝিরা। বহু দিন প্রচারের বাইরে থেকে সম্প্রতি এই পদ আবার জনপ্রিয়তা পেয়েছে।

১৬ ১৬
All you need to know about World’s Hardest Dish suodiu from China

সম্প্রতি সুওদিউ রান্না করার এবং এই পদ খাওয়ার ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সারা বিশ্বের খাদ্যপ্রেমীদের নজরও কেড়েছে এই পদ।

— ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE