সমাজমাধ্যমের পাতায় বিদ্বেষমূলক মন্তব্যের জন্য একাধিক বার বিতর্কের মুখে পড়েছেন কঙ্গনা। বার বার টুইটারের নিয়মভঙ্গ করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগে ২০২১ সালের মে মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট। ২০ মাস পর আবার ফিরে এসে উত্তেজনামূলক মন্তব্য করতে শুরু করেছেন তিনি। নীরব মোদীর সঙ্গে কথা কাটাকাটি ওই বিতর্কেরই সংযোজন মাত্র।