রাজধানী বেজিং, শিল্পনগরী তিয়ানজিন এবং কৃষিভিত্তিক রাজ্য হেনান ও হেবেইয়ের মতো এলাকায় ভূগর্ভস্থ জলের স্তর বিপজ্জনক ভাবে কমে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, কৃষি, শিল্প এবং জলবায়ু পরিবর্তনের কারণে সেই ঘাটতি মাত্রাছাড়া। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফল ভোগ করছে চিনের উত্তর অংশটি। তুলনায় জলসম্পদে সমৃদ্ধ দক্ষিণ চিন। অদূর ভবিষ্যতে জলের জোগান স্বাভাবিক রাখতে দক্ষিণের একটি নদী থেকে জল বয়ে নিয়ে উত্তরের ঘাটতি মেটাতে চাইছে চিন।