১৭ জন কলেজছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ সংসারত্যাগী সন্ন্যাসীর বিরুদ্ধে। স্বঘোষিত ধর্মগুরু তিনি। দিল্লির একটি পরিচিত আশ্রম তথা বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ডিরেক্টর। নাম স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যাঁর পূর্বনাম ছিল পার্থসারথি। দিল্লির বসন্ত কুঞ্জে অবস্থিত শ্রীসারদা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অন্যতম মাথা এবং আশ্রমের সেই পরিচালক আপাতত পলাতক।