এ যেন নিমন্ত্রণ করে ডেকে এনে চরম অপমান! রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠক চলাকালীন ‘পয়লা নম্বর শত্রু’ ইরানের সঙ্গে এই ব্যবহারই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কূটনীতিকদের কেনাকাটার উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ সাবেক পারস্য দেশ। এর প্রভাব অচিরেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যেতে পারে, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ।
চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ইরানি কূটনীতিকদের নিয়ে বিশেষ বিধিনিষেধ প্রকাশ করে আমেরিকার ‘ফেডারেল রেজিস্টার’। সেখানে বলা হয়েছে কস্টকো, স্যাম্স ক্লাব ও বিজে’স হোলসেল ক্লাব-সহ যে কোনও পাইকারি খুচরো বিক্রেতাদের থেকে পণ্য কিনতে পারবেন না তাঁরা। এই ধরনের কেনাকাটার ক্ষেত্রে আগাম অনুমোদন নিতে হবে তাঁদের। নতুন নিয়মটি তেহরানের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।