টলিউডের হট জুটি অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিনই বিশেষ লুকোছাপা করেননি এই লাভ বার্ডস। সম্প্রতি এই জুটি ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন সুদূর তাইল্যান্ড।
কিছুদিন আগেই এক টক শো-তে এসে বেশ কিছু মন্তব্য করে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল অঙ্কুশকে। তাতে অবশ্য অঙ্কুশের মোটেই ভ্রূক্ষেপ নেই। ভালবাসার মানুষটির সঙ্গে তিনিযে জমিয়ে উপভোগ করছেন তাইল্যান্ড ট্রিপ, ইনস্টাগ্রামের পোস্টগুলিই তার প্রমাণ।
প্রিয় পাঠক,
দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
প্রিয় পাঠক, দীর্ঘ সময় ধরে আনন্দবাজার পত্রিকার সংবাদে আপনি যে ভরসা রেখেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। এই ওয়েবসাইট-এর হোমপেজের খবরগুলি যদিও নির্বিঘ্নেই পড়তে পারবেন কিন্তু বিস্তারিত খবর পড়তে হলে নীচের ধাপগুলি অনুসরণ করে আপনার ব্রাউজার-এর অ্যাড ব্লকারটি আনইন্সটল করে নিন।
Share