Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Thailand

রান্না করেন, বাইরে ঘুরতে যান, থাকেনও একসঙ্গে! মোটা টাকার বিনিময়ে ‘স্ত্রী’ ভাড়া পাওয়া যায় যে দেশে

বিয়েকে সাধারণত ভালবাসা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তির উপর তৈরি একটি বন্ধন হিসাবে দেখা হয়। তবে এমন এক দেশও পৃথিবীর বুকে রয়েছে যেখানে ভাড়ায় পাওয়া যায় ‘স্ত্রী’।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩২
Share: Save:
০১ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

বিয়ে এমন এক অনুষ্ঠান যা দু’টি মানুষ এবং তাঁদের পরিবারকে এক করে। এমন এক সম্পর্কের বাঁধন যা দম্পতিকে ভালবাসা এবং অঙ্গীকারে বেঁধে রাখে। বিভিন্ন দেশে বিয়ের আচার-অনুষ্ঠানও আলাদা।

০২ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

বিয়েকে সাধারণত ভালবাসা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তির উপর তৈরি একটি বন্ধন হিসাবে দেখা হয়। তবে এমন এক দেশও পৃথিবীর বুকে রয়েছে যেখানে ভাড়ায় পাওয়া যায় ‘স্ত্রী’।

০৩ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

দেশটির নাম তাইল্যান্ড। দক্ষিণ-পূর্ব এশিয়ার সেই দেশ মনোরম সমুদ্রসৈকত এবং প্রাণবন্ত রাত্রিজীবনের জন্য বিশ্ববিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক সে দেশে ঘুরতে যান।

০৪ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

তবে সম্প্রতি একটি বইয়ে দাবি করা হয়েছে তাইল্যান্ডে ‘স্ত্রী’ ভাড়ায় পাওয়া যায়। ল্যাভার্ট এ ইম্যানুয়েলের লেখা ‘তাই ট্যাবু— দ্য রাইজ় অফ ওয়াইফ রেন্টাল ইন মডার্ন সোসাইটি’ বইটিতে বিষয়টি বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে।

০৫ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

বইটিতে ব্যাখ্যা করা হয়েছে, নিজেদের এবং পরিবারের ভরণপোষণের জন্য এই কাজটি বেছে নেন তাইল্যান্ডের দরিদ্র পরিবারের মহিলারা। এই মহিলারা সাধারণত বার বা নাইটক্লাবে কাজ করেন। সেখানে তাঁরা বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা করেন।

০৬ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

ওই বই অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য পর্যটকদের সঙ্গে ‘ভাড়ার স্ত্রী’ হিসেবে বসবাস করেন ওই মহিলারা। যদি পর্যটকদের কোনও মহিলাকে মনে ধরে, তখন তাঁকে বিয়ে করার বিকল্পও রয়েছে।

০৭ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

ইম্যানুয়েলের লেখা অনুযায়ী, স্ত্রী ভাড়া করার এই প্রবণতা বেশি রয়েছে তাইল্যান্ডের পাটায়াতে। স্থানীয় ভাবে ‘ব্ল্যাক পার্ল’ নামেও পরিচিত ‘স্ত্রী’ ভাড়া করার বিষয়টি।

০৮ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

এই ব্যবস্থায় এক জন মহিলা অর্থের বিনিময়ে অস্থায়ী ভাবে কোনও পুরুষকে ‘স্ত্রী’ হিসেবে সঙ্গ দেন। ভাড়াটে স্বামীর জন্য রান্না করা থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া— সবই করেন ভাড়াটে স্ত্রীরা। এমনকি, একই ছাদের তলায় থাকেনও।

০৯ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

পুরো বিষয়টিই নাকি চুক্তিনির্ভর। কোনও ভাবেই একে বৈধ বিয়ে হিসেবে বিবেচনা করা হয় না।

১০ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

ইম্যানুয়েলের বই অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রী ভাড়ার বিষয়টি নাকি পুরোদস্তুর ব্যবসায় পরিণত হয়েছে। অনেক মহিলাই স্বেচ্ছায় ‘ব্ল্যাক পার্ল’ পরিষেবায় যুক্ত হচ্ছেন।

১১ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

ভাড়াটে স্ত্রীর ভাড়া কত হবে তা নাকি নির্ভর করে মহিলার বয়স, সৌন্দর্য, শিক্ষা এবং চুক্তির সময়কালের উপর। অনেক মহিলা মাত্র কয়েক দিনের জন্য থাকেন পুরুষ পর্যটকের সঙ্গে। আবার কেউ কেউ কয়েক মাসের জন্য ‘স্ত্রী’-সুখ দেন পুরুষ পর্যটকদের।

১২ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ‘ব্ল্যাক পার্ল’ পরিষেবার জন্য ১.৩ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পেতে পারেন ভাড়াটে স্ত্রীরা।

১৩ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

বিষয়টিকে নিয়ে সমাজের একাংশের কৌতূহল থাকলেও অনেকে আবার সেটির নিন্দা করেছেন। হইচই পড়েছে ইতিমধ্যেই। সমালোচনার জন্ম দিয়েছে। পুরো বিষয়টির নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু মানুষ।

১৪ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

অন্য দিকে বিশেষজ্ঞদের দাবি, তাইল্যান্ডের পরিবর্তিত জীবনধারার কারণে এই প্রবণতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একাকিত্ব ওই প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এ ছাড়াও অনেকেই এখন স্থায়ী সম্পর্কগুলির চেয়ে অস্থায়ী সম্পর্ক বেশি পছন্দ করেন। আর সে কারণেই তাইল্যান্ডে জনপ্রিয়তা পাচ্ছে ওই প্রবণতা।

১৫ ১৫
In Thailand wives can be rented, Book claims, spark debate

‘স্ত্রী’ ভাড়া করার প্রবণতা এবং এর দ্রুত প্রসারণ নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করেছে তাই সরকারও। ফলস্বরূপ, সরকার এটি নিয়ন্ত্রণের জন্য একটি আইন বাস্তবায়নের কথা বিবেচনা করছে, যা মহিলাদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করবে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy