কাশ্মীর ইস্যুকে সামনে রেখে চক্রব্যূহে ভারতকে ঘিরতে এককাট্টা তিন ‘শয়তান’! পর্দার আড়ালে থেকে তাদের হাওয়া দিচ্ছে ধুরন্ধর চিনও। এই পরিস্থিতিতে ‘বন্ধু’দের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্তিশালী মিত্র-জোট গঠনের রাস্তায় হাঁটতে শুরু করেছে নয়াদিল্লি। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, সংশ্লিষ্ট জোটটির দেশগুলির মধ্যে সামরিক সমঝোতা হলে ঘুম উড়বে তিন শত্রুর। আর তাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলছেন তাঁরা।
পাকিস্তান, তুরস্ক ও আজ়ারবাইজান। গত কয়েক বছর ধরে ভারতের বিরুদ্ধে অক্ষশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে এই তিন দেশ। চলতি বছরের মে মাসে ‘অপারেশন সিঁদুর’ এবং তাকে কেন্দ্র করে চলা চার দিনের সংঘর্ষে নয়াদিল্লির হাতে ইসলামাবাদ বেদম মার খাওয়ার পর নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করেছে তারা। ফলে আন্তর্জাতিক মঞ্চে বার বার কাশ্মীরের ব্যাপারে পশ্চিমের প্রতিবেশীর সঙ্গে সুর মিলিয়ে আওয়াজ তুলতে শোনা গিয়েছে আঙ্কারা এবং বাকুকে।