Advertisement
২০ এপ্রিল ২০২৪
Murder

ছিনতাইকারীদের হাতে খুন, না কি নেপথ্যে অন্য কিছু? হাওড়ায় অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য

হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয় এক মহিলাকে। বুধবার সকাল ৬টা নাগাদ এই ঘটনাটি ঘটে।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:১২
Share: Save:
০১ ১০
বুধবার সকাল ৬টা। ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্দেশে আসছিল একটি গাড়ি। কলকাতায় প্রবেশ করার আগে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয় ওই গাড়ির এক মহিলা যাত্রীকে। মৃতার নাম রিয়া কুমারী। কিন্তু তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসতেই দানা বাঁধে রহস্য।

বুধবার সকাল ৬টা। ঝাড়খণ্ড থেকে কলকাতার উদ্দেশে আসছিল একটি গাড়ি। কলকাতায় প্রবেশ করার আগে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। হাওড়ার বাগনানের রাজাপুর এলাকায় জাতীয় সড়কের উপর মহিষরেখা সেতুর কাছে গুলি করে খুন করা হয় ওই গাড়ির এক মহিলা যাত্রীকে। মৃতার নাম রিয়া কুমারী। কিন্তু তাঁর মৃত্যুর ঘটনা সামনে আসতেই দানা বাঁধে রহস্য।

ছবি: ইউটিউব

০২ ১০
ঝাড়খণ্ডের বাসিন্দা রিয়া। স্বামী এবং তাঁর আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে গাড়ি করে রাঁচী থেকে কলকাতায় আসছিলেন রিয়া। গাড়ি চালাচ্ছিলেন তাঁর স্বামী প্রকাশ কুমার।

ঝাড়খণ্ডের বাসিন্দা রিয়া। স্বামী এবং তাঁর আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে গাড়ি করে রাঁচী থেকে কলকাতায় আসছিলেন রিয়া। গাড়ি চালাচ্ছিলেন তাঁর স্বামী প্রকাশ কুমার।

ছবি: ইউটিউব

০৩ ১০
বাগনানের মহিষরেখা সেতুর কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি দাঁড় করিয়ে দেন প্রকাশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল বলে দাবি প্রকাশের। টাকা ছিনতাইয়ের চেষ্টাও করেন দুষ্কৃতীরা। বাধা দিতে গাড়ি থেকে নেমে পড়েন রিয়া।

বাগনানের মহিষরেখা সেতুর কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি দাঁড় করিয়ে দেন প্রকাশ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরে তিন জন দুষ্কৃতী। তিন জনেই সশস্ত্র ছিল বলে দাবি প্রকাশের। টাকা ছিনতাইয়ের চেষ্টাও করেন দুষ্কৃতীরা। বাধা দিতে গাড়ি থেকে নেমে পড়েন রিয়া।

ছবি: ইউটিউব

০৪ ১০
সেই মুহূর্তে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় রিয়াকে। কানের তলায় গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রিয়া। দুষ্কৃতীরা সেই সুযোগে ছিনতাই করে পালিয়ে যায়।

সেই মুহূর্তে রিয়াকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় রিয়াকে। কানের তলায় গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রিয়া। দুষ্কৃতীরা সেই সুযোগে ছিনতাই করে পালিয়ে যায়।

ছবি: ইউটিউব

০৫ ১০
ঘটনাস্থলের আশপাশে কেউ না থাকায় প্রকাশ তাঁর আহত স্ত্রীকে নিয়ে পৌঁছন রাজাপুর থানার পীরতলা এলাকায়। স্থানীয়দের এই বিষয়ে জানালে তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে রিয়াকে উলুবেড়িয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলের আশপাশে কেউ না থাকায় প্রকাশ তাঁর আহত স্ত্রীকে নিয়ে পৌঁছন রাজাপুর থানার পীরতলা এলাকায়। স্থানীয়দের এই বিষয়ে জানালে তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছলে রিয়াকে উলুবেড়িয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

ছবি: ইউটিউব

০৬ ১০
প্রাথমিক তদন্তে নেমে প্রকাশকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রকাশের বক্তব্যে কিছু ‘অসঙ্গতি’ দেখে পুলিশ, তখনই সন্দেহের জাল সামনে আসে। প্রকাশের সমস্ত বয়ান খতিয়ে দেখে পুলিশ। সেতুর কাছে গাড়ি দাঁড় করানো এবং ঠিক সেই সময়েই দুষ্কৃতীদের প্রকাশকে ঘিরে ফেলা— এই দুই ঘটনার সমাপতন ভাবাচ্ছে পুলিশকে।

প্রাথমিক তদন্তে নেমে প্রকাশকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রকাশের বক্তব্যে কিছু ‘অসঙ্গতি’ দেখে পুলিশ, তখনই সন্দেহের জাল সামনে আসে। প্রকাশের সমস্ত বয়ান খতিয়ে দেখে পুলিশ। সেতুর কাছে গাড়ি দাঁড় করানো এবং ঠিক সেই সময়েই দুষ্কৃতীদের প্রকাশকে ঘিরে ফেলা— এই দুই ঘটনার সমাপতন ভাবাচ্ছে পুলিশকে।

ছবি: ইউটিউব

০৭ ১০
মৃত্যুর এই ঘটনা কি সত্যিই কাকতালীয়, না কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘‘এটা ছিনতাই বলে মনে হচ্ছে না। দুষ্কৃতীরা কী করে জানল যে, ওই দম্পতি মহিষরেখা সেতুর কাছে দাঁড়াবে? তারা কী আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল? না কি প্রকাশ এবং রিয়ার গাড়িটিকে অনুসরণ করছিল? তা ছাড়া সচরাচর ওই ফাঁকা জায়গায় কোনও গাড়ি দাঁড়ায় না। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

মৃত্যুর এই ঘটনা কি সত্যিই কাকতালীয়, না কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের বক্তব্য, ‘‘এটা ছিনতাই বলে মনে হচ্ছে না। দুষ্কৃতীরা কী করে জানল যে, ওই দম্পতি মহিষরেখা সেতুর কাছে দাঁড়াবে? তারা কী আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল? না কি প্রকাশ এবং রিয়ার গাড়িটিকে অনুসরণ করছিল? তা ছাড়া সচরাচর ওই ফাঁকা জায়গায় কোনও গাড়ি দাঁড়ায় না। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’’

ছবি: ইউটিউব

০৮ ১০
ঘটনাস্থলে প্রকাশকে নিয়ে গিয়ে পুরো বিষয়টি পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। যে গুলিটি দিয়ে রিয়াকে খুন করা হয়েছে তার খোলের তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রকাশের গাড়িটিও পরীক্ষা করেছেন তদন্তকারীরা। এমনকি ফরেন্সিক দলও গাড়িটি খতিয়ে দেখবে।

ঘটনাস্থলে প্রকাশকে নিয়ে গিয়ে পুরো বিষয়টি পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। যে গুলিটি দিয়ে রিয়াকে খুন করা হয়েছে তার খোলের তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রকাশের গাড়িটিও পরীক্ষা করেছেন তদন্তকারীরা। এমনকি ফরেন্সিক দলও গাড়িটি খতিয়ে দেখবে।

নিজস্ব চিত্র

০৯ ১০
বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া বলেন, ‘‘নিহতের নাম রিয়া কুমারী। ওঁর আর একটি নাম ঈশা আলিয়া।’’ বাড়ির লোকজন এসে পৌঁছলে অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। এখনও পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ।

বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙালিয়া বলেন, ‘‘নিহতের নাম রিয়া কুমারী। ওঁর আর একটি নাম ঈশা আলিয়া।’’ বাড়ির লোকজন এসে পৌঁছলে অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। এখনও পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ।

প্রতীকী ছবি

১০ ১০
ইউটিউবের কয়েকটি মিউজ়িক ভিডিয়োতে দেখা গিয়েছে রিয়াকে। পেশাগত কারণেই নাকি ঈশা আলিয়া নামটি ব্যবহার করেন তিনি।

ইউটিউবের কয়েকটি মিউজ়িক ভিডিয়োতে দেখা গিয়েছে রিয়াকে। পেশাগত কারণেই নাকি ঈশা আলিয়া নামটি ব্যবহার করেন তিনি।

ছবি: ইউটিউব

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE