সরকারি দফতরে ডাঁই হয়ে থাকা ফাইলের স্তূপ। কিংবা ভাঙা চেয়ার, খারাপ হয়ে যাওয়া আলমারি। এ সব পরিষ্কার করতে করতেই রাজকোষে চলে এল কোটি কোটি টাকা! অঙ্কটা চমকে দেওয়ারই মতো। প্রশাসনিক ভবনগুলি থেকে ওই আবর্জনা বিদায় করে ৮০০ কোটি টাকা পেয়েছে কেন্দ্র। পরিমাণটা মহাকাশ গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন’ বা ইসরোর ‘চন্দ্রযান-৩’-এর জন্য বরাদ্দ করা অর্থের চেয়ে ১৮৫ কোটি বেশি বলে জানা গিয়েছে।
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে প্রশাসনিক ভবনগুলি থেকে স্ক্র্যাপ বা বাতিল কাগজপত্র, ফাইল, আসবাব ও অন্যান্য আবর্জনা বিক্রি করে রেকর্ড অর্থ পেয়েছে সরকার। চার বছর আগে ২০২১ সালে সংশ্লিষ্ট অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত এগুলি বিক্রি করে সরকারের আয়ের পরিমাণ ছুঁয়েছে প্রায় ৪,১০০ কোটি।