পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি ঘিরে পশ্চিম এশিয়ায় শোরগোল। সংশ্লিষ্ট সমঝোতায় রিয়াধকে পরমাণু নিরাপত্তার আশ্বাস দিয়েছে ইসলামাবাদ। শুধু তা-ই নয়, অন্য আরব দেশগুলিকে তাঁদের ‘আণবিক সুরক্ষা ছাতা’র তলায় আনতেও আগ্রহী ভারতের পশ্চিমের প্রতিবেশী। পাক সরকার ও ফৌজের এ-হেন পদক্ষেপে ভুরু কুঁচকেছে নয়াদিল্লি ও ইজ়রায়েল। অন্য দিকে সংশ্লিষ্ট বিষয়টিকে আগুন নিয়ে খেলার শামিল বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর উপসাগরীয় আরব দেশটির সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিতে সই করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। এর পোশাকি নাম ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’। এর পরই ওই সমঝোতার চুলচেরা বিশ্লেষণে মেতে ওঠেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই এর বেশ কয়েকটি ‘ফ্ল্যাশপয়েন্ট’ খুঁজে পেয়েছেন তাঁরা। সেগুলি ভারত ও ইজ়রায়েলের রক্তচাপ যে কয়েক গুণ বাড়াবে তা বলাই বাহুল্য। পাশাপাশি, এই চুক্তির জন্য ইসলামাবাদ বড় বিপদের মুখে পড়তে চলেছে বলেও স্পষ্ট করেছেন তাঁরা।