স্কুল কলেজের পরীক্ষা বা অফিসের কাজের চাপে হয়তো কোনও সিনেমা আপনার দেখা হল না। অথবা বাড়ির বয়স্ক মানুষ, যাঁদের পক্ষে সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা সম্ভব না তাঁদের জন্য বাড়ির কম্পিউটারে সিনেমা ডাউনলোড করে দেখাটা অনেক সোজা। কিন্তু আমরা কম্পিউটারে ডাউনলোড করা বা নেট থেকে দেখা সিনেমাগুলির মধ্যে কোনটার চাহিদা সবচেয়ে বেশি তার খবর কি রাখি? জেনে নেওয়া যাক এই নিরিখে ২০১৫-এ ভারতে কম্পিউটারে ডাউনলোড করা বা নেট থেকে দেখা সিনেমাগুলির মধ্যে কোনটার চাহিদা সবচেয়ে বেশি ছিল।