প্রায় তিন বছর পর ফের পরিচালকের আসনে মধুর ভান্ডারকর। তাঁর আসন্ন ছবি ‘ক্যালেন্ডার গার্লস’। মধুর নিজেই টুইটারে এ ছবির প্রথম টিজার পোস্টার শেয়ার করেছিলেন। পোস্টারে পাঁচজন স্বল্পবসনা মডেলকে দেখা গিয়েছিল। বড় টুপিতে তাঁদের মুখ ঢাকা ছিল। সম্প্রতি মুম্বইতে এই ছবির ট্রেলার লঞ্চে হাজির ছিলেন পরিচালক সহ অভিনেত্রীরা সকলেই। এক নজরে দেখে নিন সেই ছবি।— নিজস্ব চিত্র এবং টুইটারের সৌজন্যে।