Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
Millionaire Four Zodiac sign

আগামী চার মাসে অর্থের জোয়ারে ভাসবেন এই চার রাশি! গ্রহ ও কর্মের মেলবন্ধনে হয়ে উঠবেন কোটিপতি

রাশিচক্রের এই রাশিগুলির জীবনে আসতে চলেছে সুবর্ণসুযোগ। এই বিশেষ সময়কালটি তাঁদের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে। আগামী মাসগুলিতে এই রাশির জাতক-জাতিকারা কোটিপতিদের তালিকায় নিজের নাম তুলতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ০৯:৩৫
Share: Save:
০১ ১৪
Millionaire Four Zodiac sig

আগামী ৪ মাসের আসতে পারে ‘অচ্ছে দিন’। সেই সুদিনের মুখ অবশ্য সবাই দেখতে পাবেন না। ধনবান হতে কে না চান? কিন্তু সকলের ভাগ্যে লক্ষ্মীলাভ হয় না। বহু চেষ্টা, পরিশ্রমের পরও ভাগ্যের দোষে পর্যাপ্ত ফল লাভ করতে পারেন না। আবার অনেকেই আছেন বিনা আয়াসেই প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে যান। শাস্ত্রমতে, এর নেপথ্যে রয়েছে জন্মছকে কয়েকটি গ্রহের যোগ।

০২ ১৪
Millionaire Four Zodiac sig

সেই হাতেগোনা কয়েকটি রাশির ক্ষেত্রে বছরের শেষ ভাগে প্রভূত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রাশিচক্রের এই রাশিগুলির জীবনে আসতে চলেছে সুবর্ণসুযোগ। এই বিশেষ সময়কালটি তাঁদের জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে। আগামী মাসগুলিতে এই রাশির জাতক-জাতিকারা কোটিপতিদের তালিকায় নিজের নাম তুলতে পারবেন।

০৩ ১৪
Millionaire Four Zodiac sig

জ্যোতিষমতে এই ক’টি রাশির কোষ্ঠীতে বরাবরই ধনযোগ থাকে, তাঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই ধনস্থান থাকলে সেই ব্যক্তি জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

০৪ ১৪
Millionaire Four Zodiac sig

রাশিচক্রের ১২টি রাশির মধ্যে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্মপত্রিকাতেই সাধারণত সেই যোগ বেশি দেখা যায়। তবে যে পাঁচটি রাশির ধনযোগ রয়েছে তাঁদের মধ্যে চারটি রাশির জাতক-জাতিকাদের জন্য বছরের শেষভাগে প্রচুর অর্থাগমের সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। আসুন জেনে নিই সেই তালিকায় কোন কোন রাশির নাম উল্লেখ রয়েছে।

০৫ ১৪
Millionaire Four Zodiac sig

ধনকুবের হওয়ার সম্ভাবনা রয়েছে মোট চারটি রাশির। এই তালিকার প্রথমে আছে মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্মছকে রবির শুভ অবস্থান রয়েছে। আর ধনসম্পদের সঙ্গে রবির সম্পর্ক রয়েছে। এমনিতেই এই রাশি জাতক-জাতিকারা প্রচুর ধনসম্পদের মালিক হন। মেষ রাশির এই বছরে অর্থলাভের সুযোগ প্রচুর। বিশেষত ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতির সুযোগ প্রভূত।

০৬ ১৪
Millionaire Four Zodiac sig

মেষ রাশির জাতক-জাতিকাদের দুটি শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে। একটি হল সাহস এবং অন্যটি দৃঢ়তা। তাঁদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দীর্ঘমেয়াদি ফল দান করে থাকে। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অন্যান্য রাশির তুলনায় মেষ রাশি অনেকটাই সাহসী। এটাই তাঁদের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি।

০৭ ১৪
Millionaire Four Zodiac sig

পেশা পরিবর্তন, ভেবেচিন্তে করা বিনিয়োগ এবং ব্যবসার মাধ্যমে আর্থিক সুযোগ আসবে। পরবর্তী ছ’মাসে অর্থের বর্ষা নেমে আসবে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে।

০৮ ১৪
Millionaire Four Zodiac sig

বৃষ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে শুক্রের প্রভাব যথেষ্ট। এঁরা এই গ্রহের দ্বারা শাসিত হন। সাধারণত জন্ম থেকেই বেশির ভাগ বৃষ রাশির ব্যক্তিরা বিলাসবহুল জিনিসপত্র পছন্দ করেন এবং তাঁরা সেগুলি অর্জনও করে থাকেন। তাঁরা স্বাভাবিক ভাবেই সৌভাগ্যকে আকর্ষণ করে আনেন।

০৯ ১৪
Millionaire Four Zodiac sig

এই রাশির জাতক-জাতিকারা তাঁদের আয়কে বহু গুণ বৃদ্ধি করতে পারেন। আগামী কয়েক মাসের মধ্যেই ব্যবসায় লাভ এবং আর্থিক নিরাপত্তা লাভের সম্ভাবনা রয়েছে। আগামী মাসগুলিতে জাতক-জাতিকারা কর্ম ও আয়ের ক্ষেত্রে ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে সমর্থ হবেন।

১০ ১৪
Millionaire Four Zodiac sig

আর্থিক সাফল্যের পাশাপাশি স্বীকৃতিও অর্জন করতে পারবেন এঁরা। জীবনে প্রায় কখনওই অর্থসঙ্কটের সম্মুখীন হতে হয় না বৃষ রাশিকে। এই সকল জাতক-জাতিকারা দায়িত্বশীল এবং মিতব্যয়ী প্রকৃতিরও হন। ফলে লক্ষ্মী তাঁদের ঘরে চঞ্চলা হন না।

১১ ১৪
Millionaire Four Zodiac sig

মিথুনদের জন্যও ২০২৫ সালের শেষ ভাগটা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষ করে চাকরি ক্ষেত্রে। সেখানে তাঁদের গুরুত্ব বাড়তে পারে। বৃদ্ধি পাবে পদমর্যাদা। আর্থিক উন্নতির একাধিক সুযোগ মিলবে মিথুন রাশির। মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর বুধের আধিপত্য যথেষ্ট। ভবিষ্যতের পরিকল্পনা তৈরিতে তাঁরা দক্ষ।

১২ ১৪
Millionaire Four Zodiac sig

মিথুন রাশির জাতক-জাতিকাদের মধ্যে যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, একাধিক বলিষ্ঠ সিদ্ধান্তের জোরে সফল হবেন তাঁরা। মিথুনের আয়ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে আয়ের ক্ষেত্রে সুফল প্রাপ্ত হবে। আগামী বছর তাঁরা ধনশালী হয়ে উঠবেন একধাক্কায় কয়েক গুণ। টাকাপয়সা সংক্রান্ত কোনও চিন্তা থাকবে না। আগামী মাসগুলিতে অপ্রত্যাশিত আয়ের কারণে জীবনে অর্থের জোয়ার আসবে।

১৩ ১৪
Millionaire Four Zodiac sig

সিংহ রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসী প্রকৃতির হন। তাঁদের এই বৈশিষ্ট্য তাঁদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে আরও সাহায্য করে। জাতক-জাতিকাদের কোটিপতি হওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। সিংহ রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আগামী মাসগুলিতে অভূতপূর্ব সাফল্য দেখতে পাবেন। একাধিক ভাল সুযোগ আসতে পারে জাতক-জাতিকাদের জীবনে।

১৪ ১৪
Millionaire Four Zodiac sig

বছরের মধ্য ভাগ থেকে সিংহ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগ তৈরি হতে চলেছে। চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। সেই সঙ্গে আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। ধনদেবীর কৃপাদৃষ্টি পাওয়ার পর কোটিপতি হওয়ারও সম্ভাবনা আছে। নতুন ব্যবসায় যথেষ্ট সুফল লাভ করবেন সিংহ রাশির জাতক-জাতিকারা। অগাধ ধনসম্পত্তির অধিকারী হবেন তাঁরা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy