আগামী ৪ মাসের আসতে পারে ‘অচ্ছে দিন’। সেই সুদিনের মুখ অবশ্য সবাই দেখতে পাবেন না। ধনবান হতে কে না চান? কিন্তু সকলের ভাগ্যে লক্ষ্মীলাভ হয় না। বহু চেষ্টা, পরিশ্রমের পরও ভাগ্যের দোষে পর্যাপ্ত ফল লাভ করতে পারেন না। আবার অনেকেই আছেন বিনা আয়াসেই প্রচুর ধনসম্পত্তির মালিক হয়ে যান। শাস্ত্রমতে, এর নেপথ্যে রয়েছে জন্মছকে কয়েকটি গ্রহের যোগ।