‘মুডিজ় কর্পোরেশন’-এর পর এ বার ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’। মহামন্দার পূর্বাভাস দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিচালিত যুক্তরাষ্ট্রের সরকারকে সতর্ক করল আরও একটি রেটিং সংস্থা। গোদের উপর বিষফোড়ার মতো ইতিমধ্যেই ‘শাটডাউন’-এর গর্তে পড়ে খোঁড়াচ্ছে আমেরিকার অর্থনীতি। কবে সেখান থেকে মুক্তি মিলবে, তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে মন্দার আশঙ্কা তীব্র হওয়ায় সেখানকার আমজনতার মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।
সম্প্রতি ‘সিএনবিসি টিভি১৮’কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থনীতি নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেন ‘এসঅ্যান্ডপি গ্লোবাল’-এর মুখ্য অর্থনীতিবিদ সত্যম পাণ্ডে। তাঁর কথায়, ‘‘আগামী ১২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের তীব্র মন্দার মুখে পড়ার অন্তত ৩০ শতাংশ আশঙ্কা রয়েছে।’’ এর জন্য মূলত শ্রম বাজার এবং ভোক্তা ব্যয়ের নিম্নমুখী সূচককে দায়ী করেছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ফেডারেল রিজ়ার্ভ’ যে চেষ্টার ত্রুটি রাখছে না, তা বলাই বাহুল্য।