Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
World’s largest royal palace

১৭৮৮টি ঘর, ২৫৭টি শৌচালয়, শীতাতপ নিয়ন্ত্রিত ২০০ আস্তাবল! ব্রুনাইয়ের সুলতানের সোনার প্রাসাদে আর কী কী আছে?

২০২৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রুনাই আয়তনে ছোট হলেও এ দেশের সুলতানের রাজপ্রাসাদ বিশ্বের যে কোনও প্রাসাদকেই হার মানাবে। এখানে সুলতান থাকেন সোনার প্রাসাদে! আর কী কী রয়েছে ধনকুবেরের বাসস্থানে?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৪:০৩
Share: Save:
০১ ১৬
Istana Nurul Iman

১৯৮৪ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ছোট দেশ ব্রুনাই। দেশ ছোট হলে কী হবে, এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ। এর বিস্তৃতি হার মানাবে বাকিংহাম প্রাসাদকেও।

০২ ১৬
Istana Nurul Iman

ব্রুনাইয়ের সুলতান হাসানল বলকিয়াহ নিজের বসবাসের জন্য তৈরি করিয়েছেন বিলাসবহুল রাজপ্রাসাদ। কী নেই সেই প্রাসাদের অন্দরে! সুলতান এই প্রাসাদের নাম দিয়েছেন ‘ইসতানা নুরুল ইমান’।

০৩ ১৬
Istana Nurul Iman

এই প্রাসাদ যে শুধুমাত্র বসবাসের জন্যই ব্যবহার হয় তা নয়। বিভিন্ন সরকারি কাজকর্মও হয় প্রাসাদের অভ্যন্তরে। প্রতি বছর প্রাসাদে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়।

০৪ ১৬
Istana Nurul Iman

সারা বছর প্রাসাদের ভিতর প্রবেশ করতে পারেন না সাধারণ মানুষ। কিন্তু যখন বার্ষিক রাষ্ট্রীয় অনুষ্ঠান চলে তখন তিন দিনের জন্য প্রাসাদের কিছু অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষদের জন্য প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়।

০৫ ১৬
Istana Nurul Iman

গত বছর দু’দেশের মধ্যে সম্পর্কের বাঁধনকে আরও সুদৃঢ় করতে ব্রুনাইয়ে পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন এই প্রাসাদেই বৈঠক করেছিলেন দুই রাষ্ট্রনেতা।

০৬ ১৬
Istana Nurul Iman

প্রাসাদটি অবস্থিত ব্রুনাই নদীর তীরে, দেশের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের কাছে। প্রাসাদের চারিদিক সবুজে ঘেরা।

০৭ ১৬
Istana Nurul Iman

বলকিয়াহের জন্য তৈরি করা এই প্রাসাদটি ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। তবে প্রাসাদটি আগাগোড়া সোনায় মোড়া নয়। প্রাসাদের চূড়া ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি। পাশাপাশি কিছু সামগ্রী সোনা দিয়ে বানানো। প্রাসাদে ঘর রয়েছে ১,৭৮৮টি। আর এর ভিতরে শৌচালয় রয়েছে ২৫৭টি।

০৮ ১৬
Istana Nurul Iman

শোনা যায়, এই প্রাসাদের মধ্যে খাবার খাওয়ার একটি বিশাল ঘর রয়েছে। সেখানে নাকি একসঙ্গে পাঁচ হাজার অতিথি খাবার খেতে পারেন।

০৯ ১৬
Istana Nurul Iman

প্রাসাদের মধ্যেই রয়েছে মসজিদ। সেখানে একসঙ্গে দেড় হাজার মানুষ নমাজ পড়তে পারেন।

১০ ১৬
Istana Nurul Iman

তথ্য বলছে, সুলতান বলকিয়াহ বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ দুই হাজার কোটি ডলার।

১১ ১৬
Istana Nurul Iman

রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান। ২০১৭ সালের ৫ অক্টোবর শাসনকালের ৫০ বছর পূর্তি উৎসব পালন করেন তিনি।

১২ ১৬
Istana Nurul Iman

সুলতানের সম্পত্তির মূল উৎস খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। তাই এ দেশের রাজার কাছে রয়েছে বিপুল টাকার সম্ভার। এর দরুন নিজের বসবাসের জন্য রাজপ্রাসাদের বেশির ভাগ অংশই সোনা দিয়ে বানিয়ে ফেলেছিলেন বলকিয়াহ।

১৩ ১৬
Istana Nurul Iman

রাজপ্রাসাদের ভিতর পোলো খেলার মাঠও রয়েছে। পোলো খেলা সুলতানের নেশা। তাঁর রাজপ্রাসাদের ভিতর ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল রয়েছে।

১৪ ১৬
Istana Nurul Iman

প্রাসাদে ৫টি সুইমিং পুল রয়েছে। সুলতানের কাছে প্রায় ৭ হাজার গাড়ি রয়েছে। এই ৭ হাজার গাড়িই রাখা থাকে এই প্রাসাদের গ্যারাজে। মোট ১১০টি গ্যারাজ রয়েছে।

১৫ ১৬
Istana Nurul Iman

ব্রুনাইয়ের প্রাসাদের অন্দরসজ্জা একেবারে নজরকাড়া। এর নকশা বানিয়েছিলেন লিয়ান্ড্রো ভি লকসিন। ইসলাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই সোনার প্রাসাদে। প্রাসাদের অভ্যন্তর সাজানো সোনা, মার্বেল এবং ঝাড়বাতি-সহ বিলাসবহুল উপকরণ দিয়ে।

১৬ ১৬
Istana Nurul Iman

বলকিয়াহ রাজপরিবারে আরও একটি প্রাসাদ রয়েছে। তার নাম হাউস অফ বলকিয়াহ। চতুর্দশ শতকে এই প্রাসাদ গড়ে উঠেছিল। কিন্তু তখন রাজপ্রাসাদের নাম হাউস অফ বলকিয়াহ ছিল না। ঠিক কবে থেকে এমন নামকরণ হয়েছে তা স্পষ্ট নয় ইতিহাসবিদদের কাছে। যদিও ইসতানা নুরুল ইমান প্রাসাদ তৈরির পর হাউস অফ বলকিয়াহের জৌলুস অনেকটাই কমে গিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy