সেই সময় থেকে প্রাণীদেহের পাতলা চামড়া দিয়ে কন্ডোম তৈরির বহুল ব্যবহার শুরু হয়। শুধু তা-ই নয়, মাছের নাড়িভুঁড়ি ব্যবহার করেও তৈরি হয়েছে কন্ডোম। ১৮৬০ থেকে শুরু হয় আধুনিক কন্ডোমের সাম্রাজ্যবিস্তার। ১৮৪৪ সালের আগে রবার কন্ডোম পেটেন্ট করা হয়েছিল। ১৮৫৫ সাল থেকে এটি বাজারে বিক্রি শুরু হয়। ১৯২০-এর দশকে ল্যাটেক্স কন্ডোমের মুখ দেখে বিশ্ব।