ছুটি কাটানোর জন্য বিদেশের ‘এক্সক্লিউসিভ’ লোকেশন। বাড়ির গ্যারাজে ঠাঁই পাচ্ছে কোটি কোটি টাকা মূল্যের বিদেশি গাড়ি। মার্সেডিজ়, ফেরারি বা ল্যাম্বরঘিনি। গাড়ির পরেই আসে বাড়ির কথা। ৭৫তলা টাওয়ারের সমুদ্রমুখী অত্যাধুনিক অন্দরসজ্জা দিয়ে সাজানো ফ্ল্যাট বা বাংলো, ফার্মহাউস। গুচি, রোলেক্স, লুই ভিত্তঁর মতো ব্র্যান্ডের ঘড়ি, পোশাক, ব্যাগ। অতি বিত্তবান এবং বিত্তবান ভারতীয়দের আকর্ষণ করছে এই সমস্ত পণ্যই।