পৃথিবীর সামরিক ব্যয় বছর বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুদ্ধবিগ্রহের প্রস্তুতি, অস্ত্রাগার বাড়িয়ে তোলা আর বিধ্বংসী প্রযুক্তি উদ্ভাবনে বিভিন্ন রাষ্ট্রের উৎসাহের অন্ত নেই। সকলেই চায় সকলকে টেক্কা দিতে। কোনও দেশের সামরিক বল কেমন, তা নির্ভর করে সেই দেশ কত ধনী তার উপর। যার পকেটে টাকা যত বেশি, তার সামরিক ক্ষেত্রে খরচের পরিমাণও তত বেশি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে, বিশ্ব জুড়ে বেড়েছে নিরাপত্তাহীনতা। বিভিন্ন আন্তর্জাতিক সমীকরণ এবং আঞ্চলিক বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার ফলে ভূরাজনৈতিক সংঘাতের সংখ্যা পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে। এই সংস্থার গবেষণা রিপোর্ট বলছে, পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলি বেশি পরিমাণে রক্তাক্ত হয়েছে।