Advertisement
১০ মে ২০২৪
John Abraham

John Abraham: বিপাশার আগে আর এক বাঙালি মেয়ের সঙ্গে প্রেম, ৪৮-এর জন্মদিনে জন আব্রাহামকে নিয়ে অজানা কথা

জন ক্ষত-বিক্ষত, রক্তাক্ত হয়েছিলেন এক দল অনুরাগিনীর নখের আঘাতে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ ০৯:০৬
Share: Save:
০১ ১৩
জন আব্রাহম। ৪৮টি বসন্ত পেরিয়েও জন মানেই ‘ধুম’-এর খলনায়ক ‘কবীর’। যে চোখধাঁধানো বাইকে সওয়ার হয়ে হাওয়ার বেগে উড়ে যায়। কিংবা ‘জিসম’-এ বিপাশা বসুর শরীরী উষ্ণতায় প্রতি দৃশ্যে চোখের নেশার উন্মাদনা ছড়ায়। তাঁর সুঠাম চেহারা আজও অনেক রমণীর মন কেড়ে নেয়। জনের আসল নাম কি জানেন? প্রথম ছবি 'জিসম' ছবি মুক্তি পাওয়ার পরেই তাঁকে কি বলেছিলেন জ্যোতিষী? বিপাশার আগে কোন সেন সুন্দরীর সঙ্গে প্রেম ছিল তাঁর? জনের জন্মদিনে রইল অনেক অজানা কথা।

জন আব্রাহম। ৪৮টি বসন্ত পেরিয়েও জন মানেই ‘ধুম’-এর খলনায়ক ‘কবীর’। যে চোখধাঁধানো বাইকে সওয়ার হয়ে হাওয়ার বেগে উড়ে যায়। কিংবা ‘জিসম’-এ বিপাশা বসুর শরীরী উষ্ণতায় প্রতি দৃশ্যে চোখের নেশার উন্মাদনা ছড়ায়। তাঁর সুঠাম চেহারা আজও অনেক রমণীর মন কেড়ে নেয়। জনের আসল নাম কি জানেন? প্রথম ছবি 'জিসম' ছবি মুক্তি পাওয়ার পরেই তাঁকে কি বলেছিলেন জ্যোতিষী? বিপাশার আগে কোন সেন সুন্দরীর সঙ্গে প্রেম ছিল তাঁর? জনের জন্মদিনে রইল অনেক অজানা কথা।

০২ ১৩
জনের আসল নাম ফারহান ইরানি। এই নাম, পদবি সবই মাতৃকূলের। জন তাঁর বাবার নাম একটু উল্টে পালটে ব্যবহার করেন। অভিনেতার বাবার নাম ঠিক তাঁর নামের বিপরীত, আব্রাহাম জন!

জনের আসল নাম ফারহান ইরানি। এই নাম, পদবি সবই মাতৃকূলের। জন তাঁর বাবার নাম একটু উল্টে পালটে ব্যবহার করেন। অভিনেতার বাবার নাম ঠিক তাঁর নামের বিপরীত, আব্রাহাম জন!

০৩ ১৩
ছোট থেকেই জন খুব লড়াকু। তাঁর এই লড়াইয়ের পিছনে ছিলেন তাঁর বাবা। জনের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্রতি মুহূর্তে তাঁকে মৃত্যুর সঙ্গে লড়তে হত। কিন্তু জীবনের পথে এগিয়ে দিত তাঁর বাঁচার অদম্য ইচ্ছে। বাবার পাশে সারা ক্ষণ তাঁর শক্তি হয়ে থাকতেন জনের মা। জন তাই হারতে শেখেননি।

ছোট থেকেই জন খুব লড়াকু। তাঁর এই লড়াইয়ের পিছনে ছিলেন তাঁর বাবা। জনের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্রতি মুহূর্তে তাঁকে মৃত্যুর সঙ্গে লড়তে হত। কিন্তু জীবনের পথে এগিয়ে দিত তাঁর বাঁচার অদম্য ইচ্ছে। বাবার পাশে সারা ক্ষণ তাঁর শক্তি হয়ে থাকতেন জনের মা। জন তাই হারতে শেখেননি।

০৪ ১৩
জনের প্রথম কাজ মিউজিক অ্যালবাম। একটি পঞ্জাবি গানের অ্যালবামে তিনি অপরাধ দমন শাখার অফিসার। বড় পর্দায় প্রথম ছবি ‘জিসম’। এই ছবি করার পরেই এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তিনি। জ্যোতিষী কি বলেছিলেন জনকে? এটাই প্রথম, এটাই শেষ ছবি অভিনেতার! বাস্তব কী বলছে? একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

জনের প্রথম কাজ মিউজিক অ্যালবাম। একটি পঞ্জাবি গানের অ্যালবামে তিনি অপরাধ দমন শাখার অফিসার। বড় পর্দায় প্রথম ছবি ‘জিসম’। এই ছবি করার পরেই এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তিনি। জ্যোতিষী কি বলেছিলেন জনকে? এটাই প্রথম, এটাই শেষ ছবি অভিনেতার! বাস্তব কী বলছে? একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তাঁর ঝুলিতে।

০৫ ১৩
যদি অভিনয়ে না আসতেন তা হলে কী করতেন জন? তাঁর শিক্ষা, তাঁর শখ বলছে, অনেক কিছুই করতে পারতেন। অর্থনীতিতে স্নাতক, বাণিজ্যে স্নাতকোত্তর জন চুটিয়ে উচ্চপদস্থ কর্মী হতেই পারতেন। অভিনেতার যদিও শখ ছিল, তিনি স্থপতি হবেন। বাবা এবং দাদার মতো। অনেক জনসংযোগ মাধ্যমেও কাজ করেছেন জন। সেখান থেকেই আচমকা সুপার মডেল রানার্স আপের খেতাব জয়। এবং অভিনয়।

যদি অভিনয়ে না আসতেন তা হলে কী করতেন জন? তাঁর শিক্ষা, তাঁর শখ বলছে, অনেক কিছুই করতে পারতেন। অর্থনীতিতে স্নাতক, বাণিজ্যে স্নাতকোত্তর জন চুটিয়ে উচ্চপদস্থ কর্মী হতেই পারতেন। অভিনেতার যদিও শখ ছিল, তিনি স্থপতি হবেন। বাবা এবং দাদার মতো। অনেক জনসংযোগ মাধ্যমেও কাজ করেছেন জন। সেখান থেকেই আচমকা সুপার মডেল রানার্স আপের খেতাব জয়। এবং অভিনয়।

০৬ ১৩
অথচ জন কিন্তু কোনও দিন ভাবেননি তিনি অভিনয়ে আসবেন। কারণ? তাঁর মুখ ভর্তি ব্রণ আর দাগছোপ। তাঁকেই মডেলিং-এর শুরুতে জনপ্রিয় চিত্রগ্রাহক অতুল কাসবেকার বলেছিলেন, মুখের দাগছোপ, ব্রণগুলো না থাকলে তুমিই একাধারে অর্জুন রামপাল, রাহুল দেব, মার্ক রবিসনস, মিলিন্দ সোমন। ভাবা যায়?

অথচ জন কিন্তু কোনও দিন ভাবেননি তিনি অভিনয়ে আসবেন। কারণ? তাঁর মুখ ভর্তি ব্রণ আর দাগছোপ। তাঁকেই মডেলিং-এর শুরুতে জনপ্রিয় চিত্রগ্রাহক অতুল কাসবেকার বলেছিলেন, মুখের দাগছোপ, ব্রণগুলো না থাকলে তুমিই একাধারে অর্জুন রামপাল, রাহুল দেব, মার্ক রবিসনস, মিলিন্দ সোমন। ভাবা যায়?

০৭ ১৩
জনের কোনটা বেশি আকর্ষণীয়? পেশিবহুল চেহারা, গালে টোল ফেলা হাসি, শুরুতে চুলের লম্বা চুল নাকি সাজ-পোশাক? ৪৮ বছরের জন্মদিন বলছে, সব মিলিয়ে জন আকর্ষণের ‘টোটাল প্যাকেজ’।

জনের কোনটা বেশি আকর্ষণীয়? পেশিবহুল চেহারা, গালে টোল ফেলা হাসি, শুরুতে চুলের লম্বা চুল নাকি সাজ-পোশাক? ৪৮ বছরের জন্মদিন বলছে, সব মিলিয়ে জন আকর্ষণের ‘টোটাল প্যাকেজ’।

০৮ ১৩
মডেলিং শুরু করার পরেই ধীরে ধীরে নিজের দিকে মনোযোগী হয়ে পড়েন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর অভিনেতা। সেই সময় তাঁকে প্রায়ই দেখা যেত বান্দ্রার এক জিমে। সাল ২০০৯। ওই জিমে শরীর গড়তে আসতেন বিপাশা বসুও। সেখান থেকেই প্রেম। শুরু লম্বা প্রেম কাহিনি।

মডেলিং শুরু করার পরেই ধীরে ধীরে নিজের দিকে মনোযোগী হয়ে পড়েন ‘হ্যাপি নিউ ইয়ার’-এর অভিনেতা। সেই সময় তাঁকে প্রায়ই দেখা যেত বান্দ্রার এক জিমে। সাল ২০০৯। ওই জিমে শরীর গড়তে আসতেন বিপাশা বসুও। সেখান থেকেই প্রেম। শুরু লম্বা প্রেম কাহিনি।

০৯ ১৩
২০০২ থেকে ২০১১। জন-বিপাশা একটা সময় মায়া নগরীর ‘মিথ’ হয়ে গিয়েছিলেন। অথচ কেউ জানেন না, আরও এক বঙ্গ তনয়ার প্রেমে মজেছিলেন অভিনেতা। কে সেই বাঙালি মেয়ে? বলিউড বলছে, তিনি সেনসুন্দরী রিয়া। সুচিত্রা সেনের ছোট নাতনি। খুবই অল্প দিনের প্রেম। কিন্তু খুবই নাকি গাঢ় ছিল।

২০০২ থেকে ২০১১। জন-বিপাশা একটা সময় মায়া নগরীর ‘মিথ’ হয়ে গিয়েছিলেন। অথচ কেউ জানেন না, আরও এক বঙ্গ তনয়ার প্রেমে মজেছিলেন অভিনেতা। কে সেই বাঙালি মেয়ে? বলিউড বলছে, তিনি সেনসুন্দরী রিয়া। সুচিত্রা সেনের ছোট নাতনি। খুবই অল্প দিনের প্রেম। কিন্তু খুবই নাকি গাঢ় ছিল।

১০ ১৩
যিনি সুযোগ পেলেই দ্বিচক্র যানে ‘ঘোড়সওয়ারি’ করেন, যিনি বাস্কেট বলে আগ্রহী, যিনি শরীরচর্চায় গভীর মনোযোগী তিনি খেলাধুলো ভালবাসবেন সেটাই স্বাভাবিক। জন তাই ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সমান মনোযোগী। সবাই তাঁর অনুরাগী। তিনি মহেন্দ্র সিংহ ধোনির! ধোনির বিয়েতে তিনি এক মাত্র বলিউড থেকে আমন্ত্রিত ছিলেন। ধোনিও তাঁর ভক্তের মতো চুল কেটেছেন একটা সময়।

যিনি সুযোগ পেলেই দ্বিচক্র যানে ‘ঘোড়সওয়ারি’ করেন, যিনি বাস্কেট বলে আগ্রহী, যিনি শরীরচর্চায় গভীর মনোযোগী তিনি খেলাধুলো ভালবাসবেন সেটাই স্বাভাবিক। জন তাই ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সমান মনোযোগী। সবাই তাঁর অনুরাগী। তিনি মহেন্দ্র সিংহ ধোনির! ধোনির বিয়েতে তিনি এক মাত্র বলিউড থেকে আমন্ত্রিত ছিলেন। ধোনিও তাঁর ভক্তের মতো চুল কেটেছেন একটা সময়।

১১ ১৩
এত কিছুর ফাঁকে জাতীয় পুরস্কারের মতো সম্মানও জন আদায় করে নিয়েছেন। সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে।

এত কিছুর ফাঁকে জাতীয় পুরস্কারের মতো সম্মানও জন আদায় করে নিয়েছেন। সুজিত সরকার পরিচালিত ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে।

১২ ১৩
জনের জনপ্রিয়তার গল্প শুনবেন? এক বার এক দল মহিলা জনের উপরে রীতিমতো হামলা চালিয়েছিলেন। জনের গায়ের টি শার্টের বোতাম খুলে ঢুকিয়ে দিয়েছিলেন তাঁদের আঙুল! ধারালো নখের আঁচড়ে জন ক্ষত-বিক্ষত। রক্ত চুঁইয়ে পড়ছে গা থেকে। কোনও মতে ছাড়িয়ে নিতে নিতে তিনি প্রশ্ন করেছিলেন এক অনুরাগিনীকে, এ সব কেন? সেই মেয়ে জবাব দিয়েছিল, সবাই জনকে কাছে পেতে চান। বদলে তাঁর শরীরের চামড়াই সই! যা তাঁদের নখের নীচে থেকে যাবে।

জনের জনপ্রিয়তার গল্প শুনবেন? এক বার এক দল মহিলা জনের উপরে রীতিমতো হামলা চালিয়েছিলেন। জনের গায়ের টি শার্টের বোতাম খুলে ঢুকিয়ে দিয়েছিলেন তাঁদের আঙুল! ধারালো নখের আঁচড়ে জন ক্ষত-বিক্ষত। রক্ত চুঁইয়ে পড়ছে গা থেকে। কোনও মতে ছাড়িয়ে নিতে নিতে তিনি প্রশ্ন করেছিলেন এক অনুরাগিনীকে, এ সব কেন? সেই মেয়ে জবাব দিয়েছিল, সবাই জনকে কাছে পেতে চান। বদলে তাঁর শরীরের চামড়াই সই! যা তাঁদের নখের নীচে থেকে যাবে।

১৩ ১৩
জীবনে প্রচুর প্রেম, অসংখ্য অনুরাগিনী। পর্দাতেও জনের চারপাশে সারা ক্ষণ সুরা আর নারীর ভিড়! বাস্তবেও অভিনেতার জীবন বুঝি খুবই রঙিন? বলিউড বলছে, বারেবারে প্রেমে পড়লেও নেশার কবলে কোনও দিন পড়েননি জন। ভুলেও নিশিঠেকে পা রাখেন না। রাত জেগে পার্টি করেন না। তিনি জানেন, ‘দেহ পট সনে নট সকলি হারায়’। তাই শরীরের যত্ন তাঁর কাছে সবার আগে।

জীবনে প্রচুর প্রেম, অসংখ্য অনুরাগিনী। পর্দাতেও জনের চারপাশে সারা ক্ষণ সুরা আর নারীর ভিড়! বাস্তবেও অভিনেতার জীবন বুঝি খুবই রঙিন? বলিউড বলছে, বারেবারে প্রেমে পড়লেও নেশার কবলে কোনও দিন পড়েননি জন। ভুলেও নিশিঠেকে পা রাখেন না। রাত জেগে পার্টি করেন না। তিনি জানেন, ‘দেহ পট সনে নট সকলি হারায়’। তাই শরীরের যত্ন তাঁর কাছে সবার আগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE