ফেলুদার কোল্ট ৩২ রিভলভারের কথা মনে আছে নিশ্চই! শুধু ফেলুদা কেন, জেম্স বন্ড থেকে শুরু করে শার্লক হোম্স দুনিয়ার অনেক গোয়েন্দার আত্মরক্ষার চুড়ান্ত হাতিয়ার ছোট আকারের রিভলভার বা পিস্তল। এ তো গেল ডিটেকটিভ গল্পের নায়কদের কথা। বাস্তবেও কখনও ব্যক্তিগত সুরক্ষার কারণে, কখনওবা দেশের সেনা বাহিনী বা পুলিশে ব্যবহৃত হয় এই পিস্তলগুলি। আকারে ছোট, কিন্তু আপনাকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বা লড়াইয়ে এই পিস্তলগুলি উপযোগিতা অনেক। জেনে নেওয়া জাক বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এমনই কিছু পিস্তলের কথা।
এই সংক্রান্ত আরও খবর...