আমার বন্ধুরা আমাকে কয়েকটি বিষয় নিয়ে খ্যাপায় (১) আমার চুল ছোট কেন? (২) আমি কম কথা বলি কেন? (৩) পুল কারে আসার সময় আমায় খেলায় নেয় না। (৪) স্কুলেও সবাই আমার সঙ্গে খেলা করে না। আমার কী করা উচিত?
কোয়েনা মুখোপাধ্যায়। তৃতীয় শ্রেণি, শ্রী শিক্ষায়তন স্কুল
কোয়েনা, অনেক সময় শিশুরা কোনও এক জনকে আলাদা করে তাকে খেপিয়ে মজা পায়। এটা খুব অন্যায়, তবু তারা এটা করে। তবে আমার মনে হয়, তুমি শান্ত মানুষ বলে ওরা তোমায় রাগায়। তোমায় খেলায় না নিলে তুমি শান্ত মনে পুল কারে বসে কোনও গল্প বই পড়ো। ওদের কথায় কান দিয়ো না আর খেলায় নেওয়ার জন্য বার বার বোলো না। তুমি ওদের কথায় রাগ না করলে, ওরা আর তোমায় রাগিয়ে মজা পাবে না। চেষ্টা করে দেখো।
আমার বন্ধুরা ক্রিকেট খেলায় আমায় নেয় না। ‘পাগলা’, ‘ক্যাবলা’ ইত্যাদি বলে তাড়িয়ে দেয়। অথচ আমি ক্রিকেট খেলা ছাড়া থাকতে পারি না। কী করব?
রুদ্রনীল দাস। অষ্টম শ্রেণি, ফুলিয়া শিক্ষানিকেতন, নদিয়া
রুদ্রনীল, খুবই দুঃখের কথা যে, তুমি ক্রিকেট খেলতে পারছ না। খেলার ক্ষেত্রে তো একমাত্র খেলার-দক্ষতাই খেলানোর মাপকাঠি হওয়া উচিত। আমার ধারণা, তুমি যদি ভাল ব্যাটিং বা বোলিং করতে পারো, তবে তোমার মাঠের বন্ধুরা তোমায় খেলায় নেবে। সুতরাং, স্কুলে হোক বা পাড়ার অলিগলিতে তুমি অভ্যাস করে নিজেকে দক্ষ করে তোলো। তা হলে খেলায় স্থান পাবে। আরও একটা কাজ করতে পারো। তোমার খেলার দলটি যদি তোমার পাড়ার হয়, তা হলে তোমার বাবা-মা গিয়ে তোমার বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারেন, কেন ওরা তোমায় খেলায় নেয় না। তুমি সেই অসুবিধেগুলো বুঝে, নিজেকে ঠিক করে নাও। কেউ না চাইলে তো তুমি জোর করে কোনও দলে ভিড়তে পারবে না। তাই, নিজেকে দক্ষ করে তোলো।
আমার বন্ধুরা আমায় ভ্যাঙায়। আমি ওদের পাত্তা দিই না, তাতে ওরা আমার সঙ্গে আড়ি করে দেয়। আমি কী করব?
উৎসব দাস। চতুর্থ শ্রেণি, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন
উৎসব, পাত্তা না দিয়ে ঠিকই করো। আড়ি করে দিলেও তুমি শান্ত থেকো। নিজের পড়াশোনা মন দিয়ে কোরো। দেখবে, কিছু দিন পরে ওরাই তোমার সঙ্গে ভাব করে নেবে।
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের। চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল,
রবিবারের আনন্দমেলা, আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১