Advertisement
E-Paper

১৫ মিনিটে তৈরি হবে নরম পাকের সন্দেশ,ঝামেলাও কম,দীপাবলিতে বানাতে চাইলে শিখে নিন পদ্ধতি

দীপাবলিতে ঘরেই তৈরি করে ফেলুন মিষ্টি। এমন মিষ্টি বানাতে বেশি ঝামেলা পোহাতে হবে না। ছানা মাখা, চিনির রস বানানো এসবেরও ঝক্কি নেই। সময় লাগবে মিনিট দশেক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৪:৩২
Diwali special no cook sweet can easily make in 15 minutes

কম সময়ে নরম পাকের সন্দেশ বানিয়ে ফেলুন বাড়িতেই, রইল রেসিপি। ছবি: ফ্রিপিক।

কালীপুজো হোক বা দীপাবলি, কোনও উৎসবই পেটপুজো ছাড়া জমে না। ভূরিভোজের জন্য রকমারি মেনু বাছাই করে ফেলেছেন। কিন্তু শেষপাতে কী রাখবেন ভেবেছেন কি? শুরুটা না হয় লাড্ডু, কাজু বরফি বা সন্দেশ দিয়ে হল। কিন্তু শেষপাতে কী রাখবেন? দোকান থেকে কেনা মিষ্টি এখন অনেকেই খেতে চান না। ডায়াবিটিস, কোলেস্টেরলের ঝক্কি সামলে মিষ্টি খেতে অনীহা অনেকেরই। তাই দীপাবলিতে ঘরেই তৈরি করে ফেলুন মিষ্টি। এমন মিষ্টি বানাতে বেশি ঝামেলা পোহাতে হবে না। ছানা মাখা, চিনির রস বানানো, এ সবেরও ঝক্কি নেই। খুব সহজ পদ্ধতিতে ১০ মিনিটের মধ্যেই বানাতে পারেন মিষ্টি। শিখে নিন পদ্ধতি।

ঘরে তৈরি সন্দেশ

উপকরণ

দেড় কাপ মিল্ক পাউডার

আধ কাপ নারকেল কোরা

আধ কাপ চিনির পাউডার বা গুড়

১/৪ কাপের মতো দুধ

পছন্দ মতো ড্রাই ফ্রুটস

প্রণালী

প্রথমে মিল্ক পাউডার অল্প অল্প করে দুধ দিয়ে ভাল করে মেখে নিন। মণ্ডটা নরম হতে হবে। এর পর সেই মণ্ডটিকে দু’ভাগে ভাগ করে নিন। একটি ভাগ নিয়ে হাত দিয়ে ঠেসে তাতে পছন্দ মতো কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুটস, পেস্তা-বাদাম ছড়িয়ে দিন। তার পর ভাল করে মেখে লম্বা করে রোল করে নিন। শক্ত করে রোল করতে হবে। এর পর অপর মণ্ডটি গোল করে বেলে নিতে হবে রুটির মতো। তার মধ্যে আগের রোলটি রেখে ভাল করে মুড়িয়ে নিন। তার পর রোলটি চাকা চাকা টুকরো করে কেটে নিন। টুকরোগুলি এই মিষ্টি নরম ও খেতেও সুস্বাদু হবে। ফ্রিজে বেশ কিছু দিন রেখে খেতে পারেন।

Sweet recpies Bengali Sweet Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy