Advertisement
E-Paper

ইলিশ পুজোর হদিস

বৃষ্টি আর ইলিশ যেন একে অপরের পরিপূরক। শহরের নানা রেস্তোরাঁয় এই রূপোলি শস্যকে নিয়ে উত্সব শুরু হয়েছে। এক ঝলকে জেনে নিন তার খোঁজখবর।বৃষ্টি আর ইলিশ যেন একে অপরের পরিপূরক। শহরের নানা রেস্তোরাঁয় এই রুপোলি শস্যকে নিয়ে উত্সব শুরু হয়েছে। এক ঝলকে জেনে নিন তার খোঁজখবর।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০০:০০

সোনার গাঁও (তাজ বেঙ্গল)

ঠিকানা

আলিপুর, কলকাতা ২৭

ফোন/মোবাইল

৩৩৬৬১২৩৩০১/০৮৩৩৫৮৩৩৬৬৭

ইলিশ ভাপা (১৫০০), ইলিশের তেল (১৯৫০), ইলিশের ঝাল (১৯৫০), বেগুন ইলিশ (১৯৫০), ইলিশ পাতুরি (১৯৫০), ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশের টক। সঙ্গে নিতে পারেন বাঁশকাঠি চালের ভাত।

ওহ্ ক্যালকাটা

ঠিকানা

মেনু লিস্ট

সিলভার আর্কেড, কলকাতা-১৫

ফোরাম মল, লালা লাজপত রায় সরণি, কলকাতা ১০

ইলিশের ফিশ ফিংগার (৫৯৫), ইলিশ পাতুরি (৪২৫), ইলিশ ভাপা, বোনলেশ ইলিশ (১০৭৫), চার গ্রিল্ড উইথ চিজ (৭২৫), স্মোকড ইলিশ (৭২৫০), কুমড়ো পাতা আম আচার (৭২৫), ধনে রসুন ইলিশ (৭২৫), তেঁতুল আর আমতেল ইলিশ (৭২৫), ইলিশের ঝোল (৪২৫), ইলিশ পোলাও (৪৫০)।

কে কে’জ ফিউশন

ঠিকানা

স্বভূমি, কলকাতা

ক্রেওল কাজু হিলশা ফ্রাই, সিজওয়ান সস কোটেড ফ্রায়েড হিলশা, গোলমরিচ ইলিশ, বাঁধাকপি আর ব্রোকলি দিয়ে স্টিম হিলশা, শ্যাল ফ্রায়েড হিলশা উইথ মেক্সিকান সস।

পদ্মাপারের রান্নাঘর

ঠিকানা

মেনু লিস্ট

২৬/৪ হিন্দুস্থান পার্ক, গড়িয়াহাট জংশন, কলকাতা ২৯

মোবাইল

৯৩৩১৪১৯৫৯০

বরিশালের অনন্ত গৌরব ইলিশের ঝাল (১৬০), ইলিশ সর্ষের প্রেম সুন্দর (১৬০), ইলিশ ভাপার অপূর্ব স্বাদ (১৬০), ইলিশ ভাজা (১৫৫), ইলিশ মোহন মাধুরি পাতুরি (১৬০)।

কস্তুরি

ঠিকানা

মেনু লিস্ট

১১/এ ডোভার লেন, কলকাতা ২৯,

১৩/৬বি অনিল মৈত্র রোড, কলকাতা ২৯

মোবাইল

৮৩৩৪৯২২২২৭, ৮৩৩৪৯২২২২৮

বোনলেশ হিলশা, স্টিম সর্ষে ইলিশ (৫০০), কচুপাতা দিয়ে ইলিশ (৫৫০), কলা পাতা দিয়ে ইলিশ (৬০০)।

ভজহরি মান্না

ঠিকানা

মেনু লিস্ট

একডালিয়া, হাজরা, সল্টলেক, হাতিবাগান, কসবা, এসপ্ল্যানেড, বারাসাত, গড়িয়ায় এদের শাখা রয়েছে।

ফোন/মোবাইল

২৪৬৬৩৯৪১/৯৮৩৬৩০৪৩৩২

ইলিশ পাতুরি (১৭৫), বোনলেশ স্মোক ইলিশ (৬৫০), ইলিশ পাতুরি (১৭৫), ইলিশ বিরিয়ানি (২০০)

কষে কষা

ঠিকানা

মেনু লিস্ট

হাতিবাগান, গোলপার্ক, সল্টলেক, গড়িয়ায় এদের শাখা রয়েছে।

ফোন:

০৩৩৬৪৬০৬৪৬০/৬৪৬০৬৪০১

বোনলেশ ভাপা ইলিশ (১৫০০), ইলিশ ভাপা(৩২৫)


বন্ধনীর মধ্যে প্রত্যেকটি পদের কর ছাড়া দাম দেওয়া হল।

তথ্য: নন্দিতা আচার্য চক্রবর্তী।

Hilsa restaurant Hotel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy