Advertisement
০৩ মে ২০২৪
Recipe

Bengali Recipe: ইলিশের মরসুমে অন্য মাছের স্বাদ পেতে চান? বানাতে পারেন রুই রেজালা

রেজালা খেতে ভালবাসেন, তবে মুরগি দিয়ে খেতে ইচ্ছে করছে না? তাহলে বানাতে পারেন রুই মাছ দিয়ে। রইল প্রণালী।

রুই মাছের রেজালা।

রুই মাছের রেজালা। ছবি-সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৯:৪৩
Share: Save:

বাড়িতে অতিথি এলে কিংবা কোনও উৎসব-আনন্দে— বাঙালির পাতে মাছ না থাকলে চলে না। বর্ষায় কদর বাড়ে ইলিশের। কিন্তু সারা বছর বাঙালির মৎস্যপ্রেম জাগিয়ে রাখে কিন্তু রুই-কাতলা। এই বর্ষায় রুপোলি ইলিশের ভিড়ে পাতে পড়ুক রুই মাছ। বানিয়ে ফেলুন রুই মাছের রেজালা। রইল প্রণালী।

উপকরণ

রুই মাছ: চার টুকরো

টক দই: এক কাপ

পেঁয়াজ বাটা: আধ কাপ

আদা বাটা: দু’চা চামচ

লবঙ্গ: ছ’টি

দারচিনি: এক চা চামচ

তেজপাতা: দু’টি

কাঁচালঙ্কা: আটটি

গোলমরিচ: এক চা চামচ

পেঁয়াজকুচি: এক কাপ

নুন: স্বাদ মতো

চিনি: স্বাদ মতো

জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো: দু’চা চামচ

প্রণালী

মাছের টুকরোগুলি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার একটি পাত্রে টক দই, আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবং মাছের টুকরোগুলি একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।

কিছু ক্ষণ পর কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলি ভেজে তুলে রাখুন। মাছ ভাজার তেলেই পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা এবং বাকি মশলা দিয়ে কষাতে থাকুন। সামান্য চিনি দিতে পারেন।মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে করতে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিন।ঝোল শুকিয়ে এলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে রুই মাছের রেজালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Recipe Fish Monsoon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE