গাজরের হালুয়া, ডিমের হালুয়া, সুজির হালুয়া— সকালের জলখাবারে হোক কিংবা অফিসের টিফিনে, হালুয়া বেশ জনপ্রিয়। বাড়ির খুদেরাও পাতে হালুয়া পেলে খুশি হয়। তবে সব সময়ে একই খাবার খেতে বেশ একঘেয়েমি আসে। তাই হালুয়ার নতুন ধরনের স্বাদ পেতে চাইলে এই গরমে বানাতে পারেন পাকা পেঁপের মিষ্টি হালুয়া। রইল প্রণালী।
উপকরণ:
গ্রেট করা পাকা পেঁপে: ৩ কাপ