Advertisement
E-Paper

শরবতের নাম টঙ্কা তোরানি! পুরীর জগন্নাথের ‘মহাপ্রসাদ’ ভিতর থেকে শীতল রাখে শরীর

শরীর ভিতর থেকে শীতল রাখতে রকমারি শরবত বানানোর চল আছে দেশের বিভিন্ন প্রান্তে। তপ্ত দিনে তেষ্টা মেটানোর জন্য রইল তেমন কিছু ঘরোয়া পানীয়ের খোঁজ। জেনে নিন বানানোর প্রণালী।

Odissa\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s jagannath dham\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s mahaprasad tanka torani is a very refreshing and healthy summer drink

কী ভাবে বানাবেন টঙ্কা তোরানি? ছবি: দ্য ফুড শট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৯:০৪
Share
Save

ঈশ্বরের শরবত!

ওড়িশার এক জনপ্রিয় পানীয়কে এ নামেই চেনেন সেখানকার মানুষ। কারণ ওই পানীয় পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহকে ভোগ হিসাবে দেওয়া হয়। যদিও ঈশ্বরের পানীয় একা তাঁর ভোগ্য নয়, এর স্বাদ নিতে পারেন সাধারণেও।

নাম টঙ্কা তোরানি। ভাতকে জারিয়ে নিয়ে তৈরি করা এই পানীয় পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ হিসাবে যেমন খাওয়া হয়, তেমনই পুরীর রথযাত্রার সময়ে ভক্তরাও এটি পান করেন। এ ছাড়া নানা উৎসব, অনুষ্ঠান এমনকি, নববর্ষেও টঙ্কা তোরানি পান করার চল রয়েছে ওড়িশায়। বিশেষ করে গ্রীষ্মকালে ওড়িশার মানুষ বাড়িতেও বানিয়ে নেন ওই পানীয়।

শরবত বললে সাধারণত যা বোঝায় টঙ্কা তোরানি কিন্তু একেবারেই তেমন নয়। মিষ্টির নামগন্ধ নেই। কারণ, এই শরবতে চিনি পড়ে না। বরং এর স্বাদ কিছুটা টক আর কিছুটা ঝালও। প্রতিটি চুমুকে নাকে এসে লাগে নানারকম সতেজ সুগন্ধ। যা মিষ্টির অভাব বোধই হতে দেয় না।

Odissa's jagannath dham's mahaprasad tanka torani is a very refreshing and healthy summer drink

যদিও ঈশ্বরের পানীয় একা তাঁর ভোগ্য নয়, এর স্বাদ নিতে পারেন সাধারণেও। ছবি: ফার্স্ট টাইমার কুক।

ঈশ্বরের পানীয় যখন তার স্বাদ অমৃতের মতো হবে তা অনুমেয়। কিন্তু টঙ্কা তোরানির জনপ্রিয়তা শুধু স্বাদে নয়। জগন্নাথ মন্দিরের ওই মহাপ্রসাদ গুণেও অমৃতসমান। হাজার বছরেরও বেশি প্রাচীন পদ্ধতিতে তৈরি ওই শরবত একদিকে শরীরকে গরল বা টক্সিনমুক্ত করে, আবার গরমে শীতলও রাখে।

শোনা যায়, দশম শতাব্দীতে অর্থাৎ ৯০০ খ্রিস্টাব্দ থেকে ৯৯৯ খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনও এক সময়ে এই পানীয় প্রথম বানানো হয়েছিল। আর তা বানানো হয়েছিল জগন্নাথ দেবের ভোগ হিসাবে দেওয়ার জন্যই। ছাপান্ন ভোগে দেওয়া ভাত ভিজিয়ে রেখে তা থেকে তৈরি করা হত শরবত। আজও জগন্নাথের মন্দিরে সেই ভাবেই তৈরি হয় টঙ্কা তোরানি। যদিও মন্দিরের বাইরে সাধারণ ভাবে তৈরি ভাত দিয়েও ওই পানীয় তৈরি করা হয়।

যেহেতু জারণ করে তৈরি, তাই এই পানীয়ে থাকে ভরপুর প্রোবায়োটিক। যা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী। এ ছাড়া ওই শরবতে পড়া বাকি উপাদানগুলিও হজমশক্তি বৃদ্ধি করে।

কী ভাবে বানাবেন?

উপকরণ:

১ কাপ ভাত

৩ টেবিল চামচ দই

দেড় গাট মাপের আমআদা

৮-১০টি লেবু পাতা

১৪-১৫ টি কারিপাতা

৪-৫টি কাঁচালঙ্কা

৫-৬ টি আড়াআড়ি কেটে নেওয়া লেবুর চাকতি

অর্ধেক লেবু

১/২ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো

স্বাদমতো নুন

প্রয়োজনমতো জল

Odissa's jagannath dham's mahaprasad tanka torani is a very refreshing and healthy summer drink

টঙ্কা তোরানির জনপ্রিয়তা শুধু স্বাদে নয়, জগন্নাথ মন্দিরের ওই মহাপ্রসাদ গুণেও অমৃতসমান। ছবি: ফার্স্ট টাইমার কুক।

প্রণালী: একটি পরিষ্কার মাটির পাত্রে বা যেকোনও পাত্রে ভাত জলে ভিজিয়ে ঢাকা দিয়ে রাখুন অন্তত ২০ ঘণ্টা। যথাসময়ে ঢাকনা খুলে পরিষ্কার হাতে জলের সঙ্গে ভাত ভাল ভাবে চটকে নিয়ে তারপরে জল ছেঁকে নিন। তৈরি হয়ে গেল তোরানি।

হামানদিস্তায় আমআদা, লঙ্কা, ৫-৬টি লেবু পাতা, কারিপাতা দিয়ে ভাল ভাবে ছেঁচে নিন।

এবার তোরানির মধ্যে প্রথমে মেশান দই। ভাল ভাবে গুলিয়ে নিয়ে তার মধ্যে দিন ছেঁচে নেওয়া মশলা, অর্ধেক লেবুর রস, ভাজা জিরে গুঁড়ো, লেবুর চাকতিগুলো এবং বাকি লেবুর পাতা।

পরিষ্কার হাতে তোরানির মধ্যে দেওয়া সমস্ত উপকরণ চেপে দিন। তাতে সুগন্ধ আরও বেশি মিশবে পানীয়ে। প্রয়োজন মতো জল দিন। তার পরে মাটির ভাঁড়ে পরিবেশন করুন।

Puri Jagannath temple Summer Recipes Summer Drinks Tanka torani Odissa

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।