দেশের নানা প্রান্তে এবং বিদেশে ছড়িয়ে থাকা সৌরবিদ্যুৎ প্রকল্পগুলি দেখভালের জন্য এক হাজার ‘সূর্যমিত্র’ অর্থাৎ সৌর প্রযুক্তিবিদ নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্রীয় বিকল্পবিদ্যুৎ মন্ত্রক। পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্ব ভারতের আরও চারটি রাজ্য থেকে এই নিয়োগ হবে বলেই মন্ত্রক সূত্রের খবর।
সারা দেশ জুড়ে প্রার্থী বাছাইয়ের এই বিপুল কর্মকাণ্ডের নেতৃত্ব দেবেন এস পি গন চৌধুরি। তিনি জানান, বিকল্প বিদ্যুৎ মন্ত্রক ইতিমধ্যেই এই প্রকল্পে চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে।
তিনি আরও জানান, প্রায় পঞ্চাশ হাজার প্রার্থীর মধ্যে থেকে দেশ জুড়ে ছড়িয়ে থাকা সৌরবিদ্যুৎ প্রকল্পগুলি দেখভাল এবং রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার জনকে বেছে নেওয়া হবে। তিনি বলেন, ‘‘আমরা এক হাজার সূর্যমিত্র বেছে নিয়ে তাদের প্রশিক্ষণ দেব। প্রধানত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ থেকেই প্রার্থী বাছাই করা হবে।’’ আগামী কয়েকমাসের মধ্যেই রাজ্যগুলির প্রধান প্রধান শহরে এই বাছাই প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
কেন্দ্রীয় বিকল্পবিদ্যুৎ মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইন্সটিটিউট অফ সোলার এনার্জি এই সূর্যমিত্রদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই প্রশিক্ষণ চলবে তিন মাস ধরে। সূর্যমিত্র হওয়ার জন্য প্রার্থীদের নূন্যতম যোগ্যতা হতে হবে ১০+২, এবং বয়স হতে হবে আঠেরো বছরের বেশি। এর চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতার প্রর্থীরা সূর্যমিত্র হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তবে যে সব প্রার্থীর ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্সে আইটিআই ডিপ্লোমা থাকবে তারা অগ্রাধিকার পাবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় বিকল্পবিদ্যুৎ মন্ত্রক।
মুকুন্দপুরের অর্ক রিনিউয়েবেল এনার্জি কলেজ এই রাজ্য থেকে নির্বাচিত সূর্যমিত্রদের প্রশিক্ষণ দেবে। দেশ জুড়ে সূর্যমিত্র বাছাই এবং প্রশিক্ষণ দেওয়ার এই প্রকল্প দেশে বিকল্পবিদ্যুৎ উৎপাদন এবং তা নিয়ে সচেতনা বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।