Advertisement
E-Paper

রবিবার রাত ১১টা ৪২ মিনিট! আকাশ থেকে চোখ সরাবেনই না, সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৮
ভারত থেকে কি এতটাই লাল দেখাবে গ্রহণের চাঁদ!

ভারত থেকে কি এতটাই লাল দেখাবে গ্রহণের চাঁদ! — ফাইল চিত্র।

বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তার পর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ। গ্রহণের সময়ে সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে। পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে। তার নেপথ্যেও রয়েছে কারণ।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তা-ই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় গাঢ় লালচে। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

কেন লাল রং হয় চাঁদের?

চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে পৃথিবী চলে এলে, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি বলেন, ‘‘গ্রহণের সময়ে চাঁদ পৃথিবীর ছায়ায় প্রবেশ করে। তাই আমরা ভাবতেই পারি, চাঁদ কালো রঙের হবে। কিন্তু তা হয় না।’’ কেন হয় না, সেই ব্যাখ্যাও দিয়েছেন দুয়ারি। তিনি জানান, পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে (তার মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রতিসরিত হয়), তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চার দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। কিন্তু কখনও কালো দেখায় না।

দুয়ারির মতে, চাঁদের উদয় বা অস্ত হচ্ছে (দিগন্তের কাছাকাছি থাকলে), এমন সময় গ্রহণ হলে, তখন তাকে সবচেয়ে বেশি লাল দেখায়। কারণ, সে সময় আবহাওয়া মণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের আলোকে অনেকটা ভ্রমণ করতে হয়। চাঁদ মাথার উপরে থাকার সময়ে গ্রহণ হলে, তাকে প্রকট লালচে কালো না-ও দেখা যেতে পারে। রবিবার যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে, তখন ভারতে মধ্যরাত। ৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদ যেহেতু মধ্যগগনে থাকবে, তাই ভারত থেকে গ্রহণের চাঁদকে ততটা লাল না-ও দেখাতে পারে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানিয়েছেন, রবিবার রাত ১১টা ৪২ মিনিটে (ভারতীয় সময়) সবচেয়ে লালচে দেখা যাবে চাঁদকে।

কখন দেখা যাবে গ্রহণ?

গ্রিনিচ মান মন্দির (জিএমটি) অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। তা অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে।

কোথা থেকে দেখা যাবে?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

Lunar Eclipse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy