Advertisement
E-Paper

আগামী রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, কলকাতা-সহ বাংলাও লাল চাঁদ দেখবে ১ ঘণ্টা ২২ মিনিট ধরে

যখন চাঁদ এবং সূর্যের ঠিক মাঝে চলে আসে পৃথিবী, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ২১:৫২
আগামী রবিবার দেখা যাবে লাল রঙের চাঁদ।

আগামী রবিবার দেখা যাবে লাল রঙের চাঁদ। ছবি: সংগৃহীত।

আকাশে চোখ রাখলে দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ। আর সেই সুযোগ মিলবে এই সেপ্টেম্বরেই। ৮২ মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ। গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে। তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ, যাকে বলে ‘ব্লাড মুন’। ৭-৮ সেপ্টেম্বর রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। এ বার পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ।

৭-৮ তারিখে যে চন্দ্রগ্রহণ হবে, তা চলবে দীর্ঘ ক্ষণ ধরে। সাম্প্রতিক সময়ে এত ক্ষণ ধরে চন্দ্রগ্রহণ সে ভাবে হয়নি। বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ‘ব্লাড মুন’-ও বলা হয়ে থাকে। কারণ গ্রহণের ফলে চাঁদের রং হয় লাল।


কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?

এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

কখন দেখা যাবে?

গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট (ইউটিসি) অনুসারে ৭ সেপ্টেম্বর বিকেল ৩টে ২৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত ৮টা ৫৮ মিনিট। ইউটিসি অনুসারে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৫ মিনিটে শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিট। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে। এমনটাই জানালেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী। তিনি জানালেন, ওই সময়ে চাঁদের রং থাকবে টকটকে লাল। দীর্ঘ ক্ষণ ধরে এই চন্দ্রগ্রহণ চলবে। সে সময় ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের তরফে হাজার হাজার ছবি তোলা হবে চাঁদের। সন্দীপ জানিয়েছেন, এমনিতে চাঁদের গায়ে অবিরত উল্কা আছড়ে পড়ছে। কিন্তু চাঁদের আলোর কারণে তা দেখা যায় না। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে যদি তা দেখা যায়, তবে নতুন গবেষণার ক্ষেত্রে বড় সুযোগ তৈরি হবে।

কেন লাল হবে চাঁদ?

যখন চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে চলে আসে পৃথিবী, তখন তার ছায়া পড়ে চাঁদে। সে সময় হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খায়। এই বায়ুমণ্ডল ছোট তরঙ্গ (নীল এবং বেগুনি)-কে ছেঁকে নেয়। শুধু দীর্ঘ (লাল, কমলা) তরঙ্গই চাঁদে গিয়ে পৌঁছোয়। সে কারণে চাঁদকে লাল দেখায়।

Lunar Eclipse Blood Moon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy