লালগ্রহ মঙ্গলে পা ছোঁয়ানোর আগে সেই সাত মিনিটের আতঙ্কের সময়ের ভিডিয়ো তুলে পাঠাল নাসার রোভার ‘পার্সিভারেন্স’। এই প্রথম অন্য কোনও গ্রহে অবতরণের সময়ের সবচেয়ে ভয়ঙ্কর পর্বের ভিডিয়ো তুলে পাঠাল কোনও মহাকাশযান। সোমবার গভীর রাতে পাসাডেনায় নাসার তরফে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে এক সাংবাদিক সম্মেলনে। যা শুরু হয় রাত সাড়ে ১২টায়, চলে রাত দুটো পর্যন্ত।
মঙ্গলের বায়ুমণ্ডলে একেবারে উপরের স্তরে ঢুকে পড়ার ২৩০ সেকেন্ড পর থেকেই শুরু হয় সেই ভিডিয়ো, তখন মহাকাশযানের গতি ছিল ঘণ্টায় সাড়ে ১২ হাজার মাইল অর্থাৎ ঘণ্টা প্রতি ২০ হাজার ১০০ কিলোমিটার।