প্যাক ম্যান ক্রেটার। ছবি সৌজন্য নাসা।
লালগ্রহ মঙ্গল মানেই একটা রহস্যজনক ব্যাপার। প্রতি মুহূর্তে সেই রহস্য উন্মোচনের কাজ চালিয়ে যাচ্ছে নাসা। এ বছরের মার্চের মাঝামাঝি মঙ্গলে ‘অদ্ভুত’ এক বিশালাকার গর্ত বা ক্রেটারের সন্ধান পেয়েছে নাসার মার্স অরবিটার। সেই ছবিই সম্প্রতি শেয়ার করেছে নাসা এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হাইরাইজ টিম।
ঠিক কেমন দেখতে ওই গর্তটি?
বিজ্ঞানীরা জানিয়েছেন, আর চার-পাঁচটা সাধারণ গর্তের মতো দেখতে নয় এটি। ৮০-র দশকের বিখ্যাত ভিডিও গেম প্যাক ম্যান-এর আকৃতি যেমন, এটাও অনেকটা দেখতে তেমনই।
আরও পড়ুন: ছোটবেলার যে কম্পিউটার গেমসগুলো মিস করি আমরা
আরও পড়ুন: ভগবান থেকে ভিন্গ্রহী, বড় প্রশ্নের ছোট উত্তর
গর্তের ভিতর আবার বালিয়াড়ি রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি বার্খান বালিয়াড়ি। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলে প্রচুর বার্খান বালিয়াড়ির সন্ধান আগেও মিলেছে। কী ভাবে এই গর্তের সৃষ্টি হল তা নিয়ে গবেষণা চালাচ্ছে নাসা। ফলে লালগ্রহে আরও একটা নতুন রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা বিশ্ব।
এ বছরের গোড়ার দিকেও এক বিশালাকায় গর্তের সন্ধান পেয়েছিল মার্স অরবিটার। তার আকৃতিও ছিল অদ্ভুত ধরনের। অনেকটা ব্যাঙাচির মতো দেখতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy