চন্দ্রগ্রহণে চাঁদের মোহময়ী রক্তিম রূপ দেখেছে পৃথিবী। এ বার সূর্যের পালা। ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে রবিবার, ২১ সেপ্টেম্বর। ঘটনাচক্রে ওই দিনই মহালয়া। ফলে সূর্যগ্রহণ নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে।
রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। আকাশে দেখা যাবে সূর্যের খণ্ডিত রূপ। টানা চার ঘণ্টা ধরে গ্রহণের প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ঢাকবে সূর্যের অন্তত ৮৫.৫ শতাংশ।
আরও পড়ুন:
চন্দ্রগ্রহণের মতোই সূর্যগ্রহণও মহাকাশে চাঁদ, সূর্য এবং পৃথিবীর একটি বিশেষ অবস্থানের ফল। সূর্যকে প্রদক্ষিণ করে যে পৃথিবী, চাঁদ তাকেই প্রদক্ষিণ করে চলে। এই অনবরত ঘূর্ণনের ফলে কখনও কখনও চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। তখন হয় গ্রহণ। যদি ঘুরতে ঘুরতে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তবে পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ আর দেখা যায় না। সমগ্র সূর্য চাঁদের ছায়ায় ঢেকে গেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। রবিবার তা হবে না। সূর্যের কিছু অংশ কিছু ক্ষণের জন্য চাঁদের ছায়ায় ঢাকা পড়বে।
কখন শুরু কখন শেষ
বছরের শেষ সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। শুধু ভারত নয়, উত্তর গোলার্থের কোনও অংশ থেকেই গ্রহণের সময়ে সূর্যকে দেখা যাবে না। কারণ উত্তর গোলার্ধে তখন চলবে রাত। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার রাত ১০টা ৫৯ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছোবে রাত ১টা ১১ মিনিটে (২২ সেপ্টেম্বর)। ভোর ৩টে ২৩ মিনিটে গ্রহণ শেষ হবে। এর আগে শেষ বার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল গত মার্চ মাসে।
কোথা থেকে দেখা যাবে
রবিবারের সূর্যগ্রহণ দক্ষিণ গোলার্ধের একাধিক দেশ থেকে দেখা যাবে। অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ডের মানুষ গ্রহণ দেখতে পাবেন। আন্টার্কটিকার বেশ কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে। এ ছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অনেক দ্বীপরাষ্ট্রও এই গ্রহণের সাক্ষী থাকবে। অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডে যে সময়ে গ্রহণ দেখা যাবে, তখন ২২ সেপ্টেম্বর ভোর। নিউ জ়িল্যান্ডের দক্ষিণ অংশে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।