Advertisement
E-Paper

আজ রাতের আকাশে দেখা যাবে সবচেয়ে ছোট চাঁদ!

সবচেয়ে ‘ছোট চাঁদ’ আবার আকাশে দেখা যাবে আজ রাতেই। এত ছোট চাঁদ আমরা দেখতে পাইনি গত ১৫ বছরে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৬ ১৮:০১

সবচেয়ে ‘ছোট চাঁদ’ আবার আকাশে দেখা যাবে আজ রাতেই। ভারতীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট থেকেই।

এত ছোট চাঁদ আমরা দেখতে পাইনি গত ১৫ বছরে।

কেন চেহারায় খাটো হয়ে যাবে চাঁদ?

আমাদের এই বাসযোগ্য গ্রহটিকে পাক মারতে মারতে উপগ্রহ চাঁদ যখন পৃথিবী থেকে চলে যায় সবচেয়ে দূরে, তখন তাকে স্বাভাবিক নিয়মেই চেহারায় খাটো মনে হয়। পৃথিবী থেকে কক্ষপথে সবচেয়ে দূরে যে বিন্দুটিতে থাকে চাঁদ, তাকে বলা হয় ‘এপিজে’। সাধারণত পৃথিবী থেকে চাঁদ তার কক্ষপথে থাকে গড়ে ৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার দূরে। কিন্তু সেই চাঁদ যখন পৌঁছয় ‘এপিজে’-তে, তখন পৃথিবী থেকে তার উপগ্রহটির দূরত্ব হয় ৪ লক্ষ ৬ হাজার ৩৫০ কিলোমিটার। দূরত্ব বাড়লে তো তাকে ছোট লাগবেই! তার সাইজ কম করে ১৪ শতাংশ কমে যাবে।

দেখুন গ্যালারি- বিশ্বের আট রহস্যময় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার

কলকাতার এমপি বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি বলছেন, ‘‘আজ, বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট থেকেই চাঁদ চলে যাবে ‘এপিজে’-তে। কাল, শুক্রবার সকাল ১০টা ৫৫ মিনিটে থাকবে ‘এপিজে’-র সবচেয়ে দূরের বিন্দুতে। কিন্তু, সকালের ঝাঁ ঝাঁ রোদে সেই চাঁদ দেখা যাবে না। তবে ওই সময় চাঁদের রং বদলে যাবে বলে গুজব রটেছে। চাঁদের রং আদৌ বদলাবে না। ওই ঘটনা আবার ঘটবে ২০৩০ সালের ১০ ডিসেম্বর।’’

Smallest Moon In 15 Years tomorrow will be seen mini moon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy