ওমিক্রনে আক্রান্ত হলে পরে ডেল্টা সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি কয়েক গুণ বে়ড়ে যেতে পারে। সে ক্ষেত্রে কেউ যদি ডেল্টায় সংক্রমিত হয়েও পড়েন, তা ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা অনেকটাই কমে যেতে পারে। তিনি যদি আগে ওমিক্রনে সংক্রমিত হন।
দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পেরিয়ে একটি আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশিত হতে চলেছে।
সার্স-কোভ-২ ভাইরাসের ওমিক্রন রূপটির প্রথম হদিশ মেলে গত নভেম্বরে, দক্ষিণ আফ্রিকা ও বৎসোয়ানায়। তার পর থেকে দেখা গিয়েছে, করোনাভাইরাসের অন্য রূপগুলির চেয়ে ওমিক্রন দ্রুত হারে বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে। শুধু তাই নয়; টিকা বা ভাইরাসের অন্য রূপগুলির সংক্রমণের ফলে মানবদেহে গড়ে ওঠা অ্যান্টিবডিগুলিকেও ধোঁকা দিতে পারছে ওমিক্রন।